অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩৬৬

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬৬ জন । এনিয়ে   সর্বমোট সুস্থ হয়েছে ১১,৬৯৪ জন ।   অন্যদিকে অষ্ট্রিয়ায় করোনায় আক্রান্তের   সংখ্যা দিন দিন কমের দিকেই যাচ্ছে । আজ আক্রান্তের সংখ্যা মাত্র ৭৭ জন । সরকার যথা সময়ে পদক্ষেপ নেয়ার ফলেই দিন দিন এ  সংখ্যা নিন্মের দিকে ।

এদিকে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ আশা করছেন যে জার্মানির সাথে অস্ট্রিয়ার সীমান্ত শীঘ্রই আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বুধবার সন্ধ্যায় এক জার্মানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই কথা প্রকাশ করেছেন। তবে তিনি সঠিক তারিখ এখনও উল্লেখ করেন নি।                                                                                                                                                                                      সেবাস্তিয়ান কুর্জ জার্মানি টিভি নেটওয়ার্ক ARD এর সান্দ্রা মাইশবার্গারের টকশোতে এক আলোচনায় লক ডাউন শিথিলতার এক প্রশ্নের জবাবে বলেন দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধ সীমান্ত দেওয়ার ব্যাপারে আমরা উভয়ই আশাবাদী। তিনি আরও বলেন আমি আশাবাদী অস্ট্রিয়া এবং জার্মানির মধ্যে ভ্রমণ আবারও সম্ভব হবে। সরকার প্রধান আরও বলেন করোনা পরিস্থিতিতে অস্ট্রিয়া এবং জার্মানির ত্বড়িৎ পদক্ষেপ গুলি সফল হয়েছে বলেই উভয় দেশেই নতুন সংক্রমণ কমে এসেছে। তার প্রতিপক্ষ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সাথে নিয়মিত যোগাযোগ হয় বলেও জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর একজন সংবাদদাতা কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন আগামী সাত থেকে দশ দেশের মধ্যে সীমান্ত পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

করোনা মহামারীর জন্য অষ্ট্রিয়ান সরকার ২০২০ সালের গ্রীষ্মকালীন সকল প্রকার বড় ইভেন্ট স্থগিত ঘোষণা করেছে। তাই এই বৎসর অষ্ট্রিয়ায় বসবাসকারী  বাংলাদেশ কমিউনিটির ঐতিহ্যবাহী বার্ষিক পিকনিক, দানিয়ুব নদীর পাড়ের বারবিকিউ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা, বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কোন সম্ভাবনা নাই।

এদিকে আজ বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ৭৭ জন নুতন করে  আক্রান্ত হয়েছে । এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪,৯৬৩ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন   ১১,৬৯৪ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ২২    জন । হাসপাতালে ভর্তি আছেন ৬৭৭ জন ।    আইসিইউ তে আছেন ১৬৯ জন । করোনা পরীক্ষা করা  হয়েছে ,০৫,৮৩৫ জন । সর্বমোট পজেটিভ ১৪,৯৬৩ জন।          

 

 5,850 total views,  1 views today