করোনা পরবর্তী বিমান ভ্রমণ ! ১৭ ই মে থেকে আকাশে উড়বে অস্ট্রিয়ান এয়ারলাইন্স

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর । তবে অধিকাংশ অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বিমান এখনও ভূমিতে অবস্থান করছে।
জার্মানির লুফথানসা চলছে ভিয়েনা-ফ্রাঙ্কফুর্ট রুটে এবং কাতার এয়ারওয়েজ চলছে ভিয়েনা-দোহা রুটে। বিভিন্ন এয়ারলাইন্স করোনা পরবর্তী উড্ডয়নে ব্যাপক পরিবর্তন আনছে যাত্রী সেবায়। তা ছাড়াও এখন থেকে সকল কেবিন ক্রু এর জন্য মাস্ক থাকছে বাধ্যতামূলক।

এমিরেটস এয়ারলাইন্সের কেবিন ক্রুরা ইতিমধ্যেই মাস্ক,চশমা ও হ্যান্ড গ্লোবস ব্যবহার শুরু করে দিয়েছে। তবে যাত্রীদের এখনও বাধ্যতামূলক করা না হলেও খুব শীঘ্রই করা হবে। এখন থেকে উড্ডয়নের পূর্বে বিমানবন্দরে থাকছে জ্বড় পরীক্ষা। কোন যাত্রীর শরীরের তাপমাত্রা অধিক হলে তাকে আর ফ্লাই করতে দেয়া নাও দেয়া হতে পারে। এমিরেটসে ইতিমধ্যে দুবাইয়ের যাত্রীদের জন্য দ্রুত ভাইরাস পরীক্ষা (রক্ত পরীক্ষা) ব্যবস্থা করেছে। অধিকাংশ এয়ারলাইন্সই প্রাথমিক পর্যায়ে ভারী খাবার সরবরাহ করতে অনাগ্রহ প্রকাশ করেছে। প্রতিবার উড্ডয়ন ও অবতরণের পর বিমানের সিট,বেল্টসহ পুরো বিমানকে জীবাণু মুক্ত করা হবে।
5,575 total views, 1 views today