“অস্ট্রিয়া একটি আদর্শ রাষ্ট্র”, বহির্বিশ্বে করোনায় অস্ট্রিয়ার গৃহীত পদক্ষেপ প্রশংসিত- প্রধানমন্ত্রী

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ আজ ভিয়েনায় করোনা পরবর্তী সরকারী পদক্ষেপ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে অস্ট্রিয়ার সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ একথা বলেন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ এবং উপ প্রধানমন্ত্রী ভেরনার কোগলার শীঘ্রই কর মওকুফের আশ্বাস দিয়েছেন। সরকার প্রধান কুর্জ এবং উপ প্রধান কোগলার আজ সরকারের একটি অর্থনৈতিক উন্নয়ন নীতিমালা প্যাকেজ ঘোষণা করেছেন।
তারা বলেন বর্তমানে সরকারের তিনটি লক্ষ্য সামনে রেখে চলেছেন। শতাব্দীর ভয়াবহ মহামারী করোনা দ্বারা সৃষ্ট সংকট মোকাবেলায় ৩৮ বিলিয়ন ডলারের “জরুরি সহায়তা” ছাড়াও, সরকার এখন আসন্ন অর্থনৈতিক মন্দা মোকাবেলায় মধ্যমেয়াদী ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নিয়েছেন।
সেবাস্তিয়ান কুর্জ ও ভার্নার কোগলার এবং অর্থমন্ত্রী গার্নট ব্লুমেলও একটি অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপন করেছেন। এর ফলে দেশের অর্থ অবকাঠামো, বাস্তুশাস্ত্র – যেমন সরকারী সংস্কারের ক্ষেত্রে সরকারী খাতের সচেতন বিনিয়োগ হবে এবং অর্থনীতি এবং কর্ম সংস্থান বৃদ্ধিতে সহায়তা হবে। সংক্ষেপে সরকারের পরিকল্পিত তিন পরিকল্পনা নিম্নরুপ- তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করলেন:
(১) শ্রমজীবী মানুষের জন্য কর ছাড়।
(২) বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থনৈতিক সহায়তা যাতে শ্রমিকদের চাকরি বজায় থাকে বা তৈরি হয়।
(৩) জলবায়ু সংরক্ষণ, ডিজিটালাইজেশন এবং আঞ্চলিকীকরণে বিনিয়োগ। উপরোক্ত বিষয়ে এখনও আরো অধিকতর পরিসরে কাজ করা হচ্ছে এবং শীঘ্রই তা আরও বিস্তারিত উপস্থাপন করা হবে বলে জানান ।
7,798 total views, 1 views today