সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি না হওয়ায় অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ

নিউজ ডেস্কঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি না হওয়ায় অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এক বিবৃতিতে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়- ৩ মে সারা বিশ্বে করোনা কালের ধারাবাহিকতায় বাংলাদেশে সাংবাদিক ও সংবাদপত্রের জন্য গুরুত্ববহ এই দিনটি পালিত না হলেও দিবসটিকে কেন্দ্র করে লেখালেখি অব্যহত ছিলো; কিন্তু সেইদিন নির্মমভাবে বিবেক হিসেবে খ্যাত সাংবাদিককে হ্যান্ডকাপ পড়িয়ে অপরাধীর মত করে জাতির সামনে-বিশ্বের সামনে উপস্থাপন শুধু গর্হিত কাজই নয়; অন্যায়ও বটে।
আর এই অন্যায়ের সাথে জড়িতদের বিচারের পাশাপাশি সকল মিথ্যে-বানোয়াট মামলা থেকে অব্যহতি দিয়ে অনতিবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানান ।
অন্যদিকে ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং সম্পাদক মাহবুবুর রহমান এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে হ্যান্ডকাপ পড়িয়ে অপরাধীর মত করে জাতির সামনে-বিশ্বের সামনে উপস্থাপন শুধু গর্হিত কাজই নয়; অন্যায়। সম্পাদকবৃন্দ শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
6,079 total views, 1 views today