অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বিশ্বের সবুজতম শহরের মধ্যে প্রথম

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বিশ্বের ১০০ টিরও বেশি শহরকে পিছনে ফেলে বিশ্বের সবুজ শহরের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করছে । “The World’s 10 Greenest Cities 2020” অর্থাত্ “বিশ্বের ১০টি সবুজতম শহর ২০২০” এই শ্লোগান সামনে রেখে কানাডিয়ান-আমেরিকান পরামর্শ সংস্থা রেজোনান্স “পৃথিবী দিবসের” ৫০ বৎসর পূর্তি উপলক্ষে এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করে।

সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের ১০০টির উপরে শহরকে বেছে নেয় তাদের প্রতিযোগিতার জন্য। তাদের উদ্দেশ্য হলো বিশ্বের দশটি সুন্দর সবুজতম শহর খুঁজে বের করা যাতে বিশ্বের অসবুজ শহরগুলোর জন্য তারা এক আদর্শ শহর হিসাবে গণ্য হয়। “র্যাঙ্কিংয়ে ভিয়েনায় শহরের দুর্দান্ত পারফরম্যান্সটি বিশ্বের জন্য একটি আদর্শ। ভিয়েনা শহরের পাশর্বর্তী Wienerwald এর সবুজ গাছপালাগুলি জলবায়ু পরিবর্তনে বিশেষ অবদান রাখছে।

ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ ভিয়েনা বিশ্বের শ্রেষ্ঠ সবুজ শহর নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। পরামর্শকারী সংস্থাটি তাদের গবেষণায় শহরের পার্ক এবং পাবলিক গ্রিন স্পেসের অংশীদারিত্ব, পুর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, বায়ু দূষণমুক্ত গণপরিবহন,রাস্তায় পথচারী পারাপার সাথে আইল্যান্ডে সবুজ গাছপালা ইত্যাদিও লিপিবদ্ধ করেছেন।
তারা তাদের গবেষণায় পৃথিবীর বিভিন্ন শহরের সর্বজনীন সবুজ স্থানগুলির শতাংশের পরিমাণ, জনসংখ্যার শতকরা হার যারা কাজে যেতে জনপরিবহন ব্যবহার করে,বায়ু দূষণের স্তর,মাথাপিছু পানি খরচ,এবং শহরে কৃষকের বাজারের সংখ্যাও লিপিবদ্ধ করেছে। এইসব দিক বিবেচনায় ভিয়েনা শহরের কয়েকটি সবুজ উদ্যান,সমগ্র শহরেই রাস্তা দুই পাশে গাছপালা যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এখানে উল্লেখ্য যে জীবনযাপনের মানদণ্ডে অর্থাত্ বসবাস যোগ্য আদর্শ শহর হিসাবে ভিয়েনা গত ৯ বৎসর যাবৎ বিশ্বে প্রথম স্থান অধিকার করে আসছে। বিশ্বের যে ১০টি সবুজতম শহর হিসাবে নির্বাচিত হয়েছে তা ক্রমান্বয়ে দেওয়া হলো – *ভিয়েনা,মিউনিখ,বার্লিন,মাদ্রিদ, সাওপাওলো , ম্যানচেস্টার ,লিসবন, সিংগাপুরে, আমস্টারডাম ও ওয়াশিংটন।
8,130 total views, 1 views today