মাহতাব-আলমগীরের রমজানের শুভেচ্ছা,স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত ইতালির চলমান লকডাউন শিথিল হবার পর মঙ্গলবার সন্ধ্যায় পরস্পরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালি আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা মুক্তিযুদ্ধা মাহতাব হোসেন ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এই সময় ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম, ইতালির বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক ভুট্টো এবং বাংলা প্রেস ক্লাব ইতালীর প্রচার সম্পাদক মিনহাজ হোসেন উপস্থিত ছিলেন। এসময় নেতৃদ্বয় বলেন, আমরা আশা করছি, এই করোনা মহামারী থেকে খুব শীঘ্রই আমরা মুক্তিলাভ করব। আবার আমরা ফিরে যাব স্বাভাবিক কাজ কর্মে এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালু করতে সক্ষম হব। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশীদের প্রতি এই দুই নেতা আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা গুলি আমাদের মেনে চলতে হবে। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ও আলমগীর হোসেন ইতালি প্রবাসী বাংলাদেশীদের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষন আলোচনা করেন। তারা প্রবাসী বাংলাদেশীদের জন্য আরও আর্থিক বরাদ্দ দেবার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ইউরোপের এই দেশ ইতালিতে যে সকল বাংলাদেশী বসবাস করেন তারা সকলেই ভাল আছেন এ কথা বলার সুযোগ নেই। অনেকেই আর্থিক সংকটে রয়েছে বলেও তারা মনে করেন। কাজেই সরকার যেন এখানে প্রবাসী অসহায় বাংলাদেশীদের প্রতি আরো সহায়তার হাত বাড়িয়ে দেন। সাংবাদিক মিনহাজ হোসেন জানান, নেতাদের দীর্ঘক্ষন এই আলোচনায় বাংলাদেশ এবং ইতালির রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে। আগামী দিনে ইতালিতে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে বলো উল্লেখ করেন। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ইফতার সম্পন্ন করেন।
4,390 total views, 1 views today