ঢাকা ছাড়লেন আরো ৩৪০ কানাডীয় নাগরিক

 ঢাকা থে‌কে ম‌হিবুর রহমান আদনান: নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া আরও ৩৪০ জন কানাডীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দা আজ রবিবার (১০ মে) ঢাকা ছেড়েছেন।                  

ঢাকায় কানাডীয় হাইকমিশন জানায়, হাইকমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত তৃতীয় বিশেষ ফ্লাইটে করে ওই ব্যক্তিরা ঢাকা ছাড়েন। কাতার এয়ারওয়েজের বিশেষ ওই ফ্লাইটটি দোহা হয়ে টরেন্টো পৌঁছাবে। এ নিয়ে তিনটি ফ্লাইটে ৭৬০ জনেরও বেশি কানাডীয় তাদের দেশে ফিরেছেন। প্রত্যেক যাত্রীকে নিজ নিজ ফ্লাইটের টিকিটের দাম দিতে হবে।                                                

কানাডীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য চতুর্থ ও চূড়ান্ত বিশেষ ফ্লাইটের যথষ্টে চাহিদা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। বিশেষ ফ্লাইট পরিচালনায় অব্যাহত সহযোগিতার জন্য কানাডা সব সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি কাতার এয়ারওয়েজের কাছে কৃতজ্ঞ।

 5,817 total views,  1 views today