অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন আরও ৭০ এবং নুতন আক্রান্ত মাত্র ১১

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন আরও ৭০ জন । এদিকে দিন দিন আক্রান্তের সংখ্যা কমের দিকেই যাচ্ছে । আজ ১১ মে আক্রান্ত মাত্র ১১ জন।                                                                                                                                                                            গত ১ মে থেকে লকডাউনের যে বিধি- নিষেধ ছিল তা প্রত্যাহার করা হয়েছে।তবে মুখে মাস্ক পড়তে হবে,একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং একসাথে সর্বাধিক দশ জনের বেশী মিলিত হওয়া যাবে না। সরকারের ঐ সিদ্ধান্ত জনগন মেনেই ঘর থেকে বের হচ্ছেন ।                                                                                                                                                                      সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ২ মে থেকে সমস্থ ব্যাবসা প্রতিষ্ঠান, চুল কাটার সেলুন এবং সব খেলাধুলার জন্য শিথিল করা হয়েছে এবং জনগন স্বাভাবিক জীবন শুরু করছেন । অন্যদিকে গত ৪ মে থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে । ১৫ মে থেকে সব ধরনের হোটেল- রেস্টুরেন্ট এবং মসজিদ,মন্দির এবং গির্জা খুলে দেয়া হবে । ১৮ মে থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৯ মে থেকে সব আবাসিক হোটেল খুলে দেয়া হবে ।                 

আজ ১১ মে সোমবার ভিয়েনায় এক প্রেস  ব্রিফিংয়ে অষ্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ, করোনায় লক ডাউনে  ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ শিল্পকে পুনর্গঠনে সরকারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। এই সহায়তা আগামী ১ জুলাই থেকে বৎসরের শেষ পর্যন্ত অ্যালকোহল মুক্ত  পানীয়ের উপর শতকরা ১০ শতাংশ ট্যাক্স হ্রাস করা হয়েছে। যা সরকারের হিসাবে প্রায় ৫০০ মিলিয়ন ইউরোপে দাঁড়ায় । প্রধানমন্ত্রী আরও বলেন এই কর ছাড়ের ফলে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট গুলি তাদের করোনা পরবর্তী পুনর্গঠনে ব্যাপক সহায়ক হবে।

এদিকে আজ ১১ মে বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ১১ জন নুতন করে আক্রান্ত হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫,৮৮২   জন । সুস্থ হয়ে বাড়ি  ফিরেছেন ৪,০৬১ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ২০ জন।হাসপাতালে ভর্তি আছেন ৭৯ জন। আইসিইউ তে আছেন ৬৮ জন।পরীক্ষা করা হয়েছে সর্বমোট ,১৯,৪৮৪ জন।  

 6,888 total views,  1 views today