অপহৃত ইতালীয় এনজিও তরুণী মুসলমান হয়ে দেশে ফিরলেন

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ আঠারো মাস পূর্বে কেনিয়া থেকে অপহৃত ইতালীয় এনজিও কর্মী তরুণী সিলভিয়া রোমানো সোমালিয়ার এক জঙ্গি আস্তানা থেকে তুরস্কের সহযোগিতায় মুক্ত হয়ে ইতালিতে ফেরত এসেছেন। তিনি বিমানবন্দরে জানান তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিবাহ বা কাহারও সাথে কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছেন। সিলভিয়া গত ২০১৮ সালের ১৮ নভেম্বর কেনিয়ায় একটি ইতালীয় স্বেচ্ছাসেবী সংগঠনে কর্মরত অবস্থায় আল কায়েদার অংগ সংগঠন আল শাবাব তাকে অপহরণ করে সোমালিয়ায় নিয়ে আসে। সোমবার বেলা দু’টার সময় একটি বিশেষ বিমানে করে তাকে রোম মিলিটারি বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী Guiseppe Conte, পররাষ্ট্রমন্ত্রী Luigi di Maio এবং অপহরণকৃত SilviaR omano এর বাবা এবং মা ও মিলান শহরের অনেক বন্ধু বান্ধব।
বিমান বন্দরে প্রধানমন্ত্রী কন্তে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই দেশ সবার জন্য এবং প্রতিটি জনগণের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের গুরু দায়িত্ব। তিনি ইতালীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ও সংগঠন যারা সিলভিয়া উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
5,186 total views, 1 views today