অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আরও ৮৭ জন

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন আরও ৮৭ জন । আজ ১২ মে নুতন করে আক্রান্ত হয়েছে আরও ৭৯ জন, এরমধ্যে ভিয়েনাতেই ৬৫ জন ।
গত ১ মে থেকেই লকডাউনের যে বিধি- নিষেধ ছিল তা প্রত্যাহার করা হয়েছে।তবে মুখে মাস্ক পড়তে হবে,একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং একসাথে সর্বাধিক দশ জনের বেশী মিলিত হওয়া যাবে না। সরকারের ঐ সিদ্ধান্ত জনগন মেনেই ঘর থেকে বের হচ্ছেন । সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে সব ধরনের হোটেল- রেস্টুরেন্ট এবং মসজিদ,মন্দির এবং গির্জা খুলে দেয়া হবে । ১৮ মে থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৯ মে থেকে সব আবাসিক হোটেল খুলে দেয়া হবে ।
এদিকে আজ মঙ্গলবার ১২ মে ভিয়েনায় এক প্রেস ব্রিফিংয়ে পর্যটনমন্ত্রী এলিজাবেথ কোস্টিংগার জানান, ইইউ কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা আমাদের প্রতিবেশী দেশ সমূহের সাথে সীমান্ত খোলার জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। কোস্টিংগার বলেন, “ইউরোপীয় ইউনিয়নের ধীরে ধীরে সীমান্ত খোলার সুপারিশ করা আমাদেরই ইচ্ছার প্রতিফলন ঘটেছে। যা আমরা কয়েক সপ্তাহ ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সমূহের সাথে আলোচনা চালিয়ে আসছিলাম।
কোস্টিংগার আরও বলেন ” সীমান্ত বন্ধ করে দিয়ে কোনো রাষ্ট্র চলতে পারে না।” পর্যটন মন্ত্রী বলেন আমাদের সরকার আগামী গ্রীষ্মের পূর্বেই প্রতিবেশী দেশ সমূহকে তাদের সীমান্ত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অষ্ট্রিয়া সফল হয়েছে এবং নতুন সংক্রমণও এখন দুইয়ের সংখ্যায় নেমে এসেছে, তাই আমাদের ধীরে ধীরে সীমানা খোলার দিকে ফিরে আসা উচিত ।
অন্যদিকে আজ ১২ মে বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় ৭৯ জন নুতন করে আক্রান্ত হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫,৯৬১ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,১৪৮ জন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৬২৩ জন।হাসপাতালে ভর্তি আছেন ২৬৪ জন। আইসিইউ তে আছেন ৫৯ জন।পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৩,২৯,৩১৪ জন।
5,818 total views, 1 views today