আগামী কাল থেকে অষ্ট্রিয়ায় স্বাভাবিক জীবন যাত্রা শুরু

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২ মাস লকডাউনে থাকার পর আগামী দিন প্রায় ৯০% লকডাউনের বিধি-নিষেধ প্রত্যাহার করা হচ্ছে । এই প্রত্যাহার যেমন খুশীর তেমনি আতংকও বটে । কেননা মুলত করোনাভাইরাস এখনো শেষ হয়ে যায়নি । অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন আরও ১০১ জন । আজ ১৪ মে নুতন করে আক্রান্ত হয়েছে আরও ৬১ জন ।
গত ১ মে থেকেই লকডাউনের যে বিধি- নিষেধ ছিল তা কিছুটা প্রত্যাহার করা হয়েছিল।তবে মুখে মাস্ক পড়তে হবে,একজন থেকে আরেকজন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং একসাথে সর্বাধিক দশ জনের বেশী মিলিত হওয়া যাবে না।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিন ১৫ মে শুক্রবার সব ধরনের হোটেল- রেস্টুরেন্ট, মসজিদ,মন্দির এবং গির্জা খুলে দেয়া হবে।১৮ মে থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৯ মে থেকে সব আবাসিক হোটেল খুলে দেয়া হবে ।
অন্যদিকে আজ ১৪ মে বিকেল ৫ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় ৬১ জন নুতন করে আক্রান্ত হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,০১৪ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,৪০৫ জন।সর্বমোট মৃত্যু বরন করেছেন ৬২৬ জন।হাসপাতালে ভর্তি আছেন ২৩৪ জন। আইসিইউ তে আছেন ৫৪ জন । পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৩,৪৪,৬০৬ জন।
6,797 total views, 1 views today