ইউরোপীয় প্রথম দেশ হিসাবে স্লোভেনিয়ায় করোনার সমাপ্তি ঘোষণা !

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃইউরোপের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস মহামারির সমাপ্তি ঘোষণা করল স্লোভেনিয়া। সরকার বলেছে, দেশবাসীকে বাসা বাড়িতে করোনা নিয়ে আর কোনো কড়াকড়ি মেনে চলতে হবে না। অবশ্য আজ নতুন করে আরও ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। প্রায় ২০ লাখ জনসংখ্যার পবর্ত সংকুল স্লোভেনিয়ার সরকার শুক্রবার ঘোষণা করেছে, তাদের দেশে করোনার বিস্তার নিয়ন্ত্রণ করা গেছে এবং অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতার আর কোনো দরকার নেই।      

প্রধানমন্ত্রী জানেস জানসা বলেছেন, ইউরোপের মধ্যে স্লোভেনিয়ায় করোনা মহামারি পরিস্থিতি সবচেয়ে ভালো। ফলে মহামারির সমাপ্তি ঘোষণা করা হলো। দুই মাস আগে গত ১২ মার্চ সেখানে করোনা মহামারি ঘোষণা করা হয়। সরকার বলেছে, অস্ট্রিয়া, ইতালি ও হাঙ্গেরি থেকে ইউরোপের বাসিন্দাদের এখন স্লোভেনিয়ায় ঢুকতে আর কোনো বাধা নেই। তবে তাদের পূর্ব-নির্ধারিত চেক পয়েন্ট দিয়ে ঢুকতে হবে। অবশ্য অ-ইউরোপীয়রা প্রবেশ করলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।              

১৫ মে পর্যন্ত স্লোভেনিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১০৩ জনের। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২৭০ জন এবং আইসিইউ তে আছেন মাত্র ৭ জন। বাকীরা স্বাভাবিক চিকিত্সাধীন অবস্থায় আছেন। এদিকে, করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যে দেখা যায়, শুক্রবার রাত ৯টা পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৯ হাজারের বেশী লোক। এর মধ্যে ৩ লাখ ৭ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে। ।

 6,296 total views,  1 views today