রবিবার ১৭ মে থেকে অস্ট্রিয়ার সাথে হাংগেরী,চেক ও স্লোভাকিয়ার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ আগামী দিন রবিবার ১৭ মে থেকে অস্ট্রিয়ার সাথে হাংগেরী,চেক ও স্লোভাকিয়ার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে তবে চেকিং পোস্টে স্বাস্থ্য পরীক্ষা আরও অব্যাহত থাকবে। আজ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে রবিবার ১৭ মে থেকে, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং  হাঙ্গেরির সীমান্ত নিরাপত্তা বলয়ের ভিত্তিতে খুলে দেওয়া হবে। অর্থাৎ সীমান্তের উভয় প্রান্তে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সংবাদ সংস্থা আরও জানিয়েছেন যে,জুনের ১৫ তারিখের পর থেকে সীমান্ত পূর্বের মতো সম্পূর্ণ খুলে দেওয়া হবে অর্থাৎ তখন আর পাহারা থাকবে না।                                     

শনিবার ১৬ মে অস্ট্রিয়ান স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক প্রেস নোটে বলা হয়েছে যে আজ রাত ১২টার অস্ট্রিয়ার সাথে জার্মানি,  লিকতেনস্টাইন, সুইজারল্যান্ড,চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরির করোনায় বন্ধ হওয়া সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে। এর ফলে প্রতিবেশী দেশ সমূহের জনগণ ও পণ্যদ্রব্যের অবাধ চলাচলের সুবিধা হবে এবং এই অঞ্চলের ব্যবসা- বাণিজ্যে অচলাবস্থা পুনরায় ফিরে আসবে। তবে ইতালি জানিয়েছে আগামী ৩ জুন থেকে সে তার প্রতিবেশী দেশ সমূহের সাথে সীমান্ত খুলে দিবে।

অন্যদিকে আজ ১৬ মে বিকেল ৬ টার সর্বশেষ তথ্য  অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় আজ করোনায় ৯২ জন   নুতন করে আক্রান্ত  হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,১৪৬ জন।সুস্থ হয়ে  বাড়ি ফিরেছেন ১৪,৫২৪ জন।সর্বমোট মৃত্যু বরন  করেছেন ৬২জন।হাসপাতালে ভর্তি আছেন ০৮  জন। আইসিইউ তে আছেন ৫০ জন।পরীক্ষা  করা হয়েছে সর্বমোট ,৫৭,৩৯৩ জন।    

 7,032 total views,  1 views today