রাত পোহালেই অষ্ট্রিয়ায় ঈদুল ফিতর

নিউজ ডেস্কঃ আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সৌন্দর্য।
এবারও অষ্ট্রিয়ায় আগামী দিন রবিবার ২৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে । অষ্ট্রিয়া সব সময় সৌদি আরবের সাথে মিল করে পবিত্র ঈদ উদযাপিত হয় । তবে করোনাভাইরাস মহামারির মধ্যে এবার ঈদ হওয়ায়, ঈদের জামাত অষ্ট্রিয়ায় অনুষ্ঠিত হবেনা । অষ্ট্রিয়ান সরকার লকডাউনের বিধি নিষেধ কিছুটা শিতিল করলেও ঈদের জামাত করা সম্ভব হবে না। অষ্ট্রিয়ায় বসবাসকারী ধর্মপ্রান মোসলমানগন ঈদ উদযাপন না করতে পাড়ায়, মনে প্রানে ভীষণ কষ্টে আছেন । সমাচার এর আলাপ কালে অনেকেই বলেন,সরকারের আইন মেনেই এবার ঈদের জামাত বা বড় কোন প্রোগ্রাম করবেন না । তারা বলেন, মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি যেন আমাদের সকল কে এই মহামারী করোনা থেকে মুক্তি দেন ।
অন্যদিকে আজ ২৩ মে বিকেল ৬ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় করোনায় মাত্র ৫০ জন নুতন করে আক্রান্ত হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,৪১৪ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,০৩৫ জন।সর্বমোট মৃত্যু বরন করেছেন ৬৩৯ জন।হাসপাতালে ভর্তি আছেন ১৪৪ জন।আইসিইউ তে আছেন ২৮ জন।পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৩,৯৬,৩৬৩ জন।
7,071 total views, 1 views today