আগামী ৩ জুন থেকে ইতালি বিদেশী পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে

অন লাইন থেকে,কবির আহমেদঃ ইতালি আগামী ৩ জুন থেকে তার সমস্ত সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে আগামী গ্রীষ্মে ইতালির পর্যটন শিল্প পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছে সরকার। গ্রীষ্ম মওসুমে সীমানা উন্মুক্ত করা ইতালির পর্যটন শিল্পের জন্য বিশেষত গুরুত্বপূর্ণ,কেননা পর্যটক শিল্প ইতালির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্প কন্টি বলেন, আমাদের এই সিদ্ধান্ত আমাদের আবারও করোনার সংক্রমণ বাড়িয়ে দিতে পারে কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের এই ঝুঁকি নিতেই হবে। তিনি আরও বলেন এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমরা সবকিছু বন্ধ করে বসে থাকতে পারি না। তবে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। সকলকেই মাস্ক,হ্যান্ড গ্লোবস ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ইতালিতে এই পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৩০ হাজার এবং মৃত্যু বরণ করেছেন প্রায় ৩৩ হাজার মানুষ। সুস্থতা লাভ করেছেন প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ। বর্তমানে আইসিইউ তে আছেন ৫৬৩ জন। মে মাসের শুরু থেকেই ইতালিতে লক ডাউনে কিছুটা শিথিলতা আনা হয়েছে। ৪ মে থেকে বিভিন্ন পার্ক এবং বিভিন্ন শিল্প কারখানা পুনরায় খুলে দেওয়া হয়েছে।
গত সপ্তাহ থেকে খুলে দেওয়া হয়েছে হেয়ারড্রেসার, প্রসাধনী স্টুডিও, খুচরা ব্যবসায়ী, বার এবং রেস্টুরেন্ট সহ সব ধরনের খাবারের দোকান। আজ ২৫ মে থেকে ইতালীয়দের জন্য সুইমিং পুল, জিম এবং ক্রীড়া কেন্দ্রগুলি পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে সিনেমা ও থিয়েটার ১৫ জুন থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।
5,329 total views, 1 views today