অষ্ট্রিয়ায় করোনায় সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন আরও ৫১ জন এবং আক্রান্ত মাত্র ১৮

নিউজ ডেস্কঃ অষ্ট্রিয়ায় করোনাভাইরাসে আরও ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ আক্রান্ত হয়েছেন মাত্র ১৮ জন ।
অষ্ট্রিয়ায় করোনা ধরা পরার পর সরকার তরি গড়ি করে লক ডাউন ঘোষণা করে ।এরপর হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে । সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সবাই বাসায় থাকায়, আস্তে আস্তে করোনা কমতে থাকে । এরপর সরকার ধীরে ধীরে লক ডাউন শীতিল করে এবং গত ১ মে থেকে তা কার্যকর হতে থাকে ।
এদিকে আজ অষ্ট্রিয়ার প্রধান মন্ত্রী জাতীয় দৈনিক kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎ কারে বলেন,সরকার সামনের দিকে আইন আরও শীতিল করে পুরো স্বাভাবিক জীবনে ফিরে যাবে ।
অন্যদিকে আজ ২৬ মে বিকেল ৬ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় আজ করোনায় মাত্র ১৮ জন নুতন করে আক্রান্ত হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,৪৯৯ জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,১৮২ জন।সর্বমোট মৃত্যু বরন করেছেন ৬৪৩ জন।হাসপাতালে ভর্তি আছেন ১২৭ জন।আইসিইউ তে আছেন ৩২ জন। পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৪,০৫,৩৪১ জন।
5,465 total views, 2 views today