অষ্ট্রিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩৬ জন, নুতন আক্রান্ত ৩৪

নিউ ডেস্কঃ অস্ট্রিয়ায় ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। অস্ট্রিয়ায় অধ্যায়নরত এক তরুণ ইতালীয় দম্পতি। পরে এই দম্পতি Innsbruck (Tirol) হাসপাতাল থেকে সুস্থতা লাভ করেছেন।

এরপর ক্রমান্বয়ে চতুর্দিক থেকে আক্রান্তের সংবাদ আসতে থাকায় মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে সম্পূর্ণ দেশ লক ডাউন করা হয়। অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশের প্রায় ৯৫% জনগণ সরকারের এই লক ডাউনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ভিয়েনা জেনারেল হাসপাতাল থেকে বলা হয়েছে যে তারা ৯০ মিনিটের মধ্যেই একজন করোনায় আক্রান্ত রোগীকে সনাক্ত করতে সক্ষম।

করোনায় শুরুতেই অস্ট্রিয়ান সরকার সবচেয়ে প্রথম করোনা ভাইরাসের কভিট-১৯ আক্রান্তদের দ্রুত সনাক্ত করে তাদের অতি দ্রুত আইসোলেশনে পাঠাতে সক্ষম হয়। এর ফলে সংক্রমণের বিস্তারের গতি হ্রাস পায়। অস্ট্রিয়ার আরো একটি ভালো দিক হলো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সঠিক সংবাদ জনগণের কাছে নিয়মিত আপডেটভাবে উপস্থাপন করা।

সরকারের সদিচ্ছার ফলে জনগণও করোনার ব্যাপারে বেশ সচেতনতার পরিচয় দিয়েছেন। যখনই কেহ করোনার উপসর্গ নিজের মধ্যে অনুভব করেছেন তখনই নিজেকে অন্যের থেকে দূরে সরিয়ে নিয়ে নিকটস্ত চিকিত্সকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে বা বাড়িতে থেকে চিকিত্সা নিয়ে সুস্থতা অর্জন করেছেন।

২৬ মে পর্যন্ত গত তিন মাসে অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৫৫৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ৬৪৩ জন। সুস্থতা লাভ করেছেন ১৫,১৮২ জন। বর্তমানে আইসিইউ তে আছেন মাত্র ৩২ জন। বাকীরা স্বাভাবিক চিকিত্সাধীন অবস্থায় আছেন। অস্ট্রিয়ায় করোনায় যারা মৃত্যু বরণ করেছেন তাদের অধিকাংশই পূর্ব থেকেই অন্যান্য কোন না কোন জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং তাদের অধিকাংশেরই বয়স ছিল ৬০ থেকে ৯০ বৎসরের মধ্যে।

এক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে যেসব দেশের সরকার করোনায় সঠিক তথ্য জনগণের কাছে গোপন করেছে তারাই বর্তমানে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত।               

অন্যদিকে আজ ২৭ মে বিকেল ৬ টার সর্বশেষ তথ্য অনুযায়ী সাড়া অষ্ট্রিয়ায় আজ করোনায় মাত্র ৩৪ জন নুতন করে আক্রান্ত হয়েছে।এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬,৫১৪ জন।সুস্থ হয়ে বাড়ি    ফিরেছেন ১৫,২২৮ জন।সর্বমোট মৃত্যু বরন করেছেন ৬৪জন।হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন।আইসিইউ তে আছেন ৩২ জন।  পরীক্ষা করা হয়েছে সর্বমোট ,১৮,৭০৬ জন। 

 6,367 total views,  1 views today