অস্ট্রিয়ার Niederösterreich প্রদেশে একটি স্কুল ও একটি কিন্ডারগার্টেনে করোনা শনাক্ত

 অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ NÖ প্রদেশের Bruck a.d.Leitha জেলার নিউ  মিডল স্কুল (NMS) এর একজন মহিলা শিক্ষক এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের একজন মহিলা শিক্ষিকারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় শিক্ষা প্রতিষ্ঠান দুইটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে উভয় মহিলা শিক্ষিকা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।                             

স্থানীয় মেয়র রোমান স্টাচেলবার্গার (SPÖ) পৌরসভার ওয়েবসাইটে এর সত্যতা নিশ্চিত করে আরও জানান আগামী সোমবার শিক্ষা প্রতিষ্ঠান দুইটিতে করোনা পরীক্ষা ও জীবাণু নাশক স্প্রে করা হবে।                                 

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে ৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় একজন মৃত্যু বরণ করেছেন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭,০৬৪ জন এবং মৃত্যু বরণ করেছেন ৬৭৫ জন। এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৯৮৫ জন। বর্তমানে আইসিইউ তে আছেন মাত্র ৯ জন।

 6,227 total views,  1 views today