করোনায় তিন মাস মাটিতে অবস্থানের পর আজ থেকে অস্ট্রিয়ান এয়ারলাইন্স পুনরায় আকাশে

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ আজ সোমবার ১৫ জুন সকালে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রিয়ান এয়ারলাইনস (AUA) পুনরায় তার যাত্রা শুরু করেছে। করোনার সঙ্কটের কারণে প্রায় তিন মাস বিরতির পরে প্রথম নিয়মিত নির্ধারিত ফ্লাইটটি ছিল জার্মানির মিউনিখের উদ্দেশ্যে OS 111
সকাল ৬:৪৫ মিনিটে একটি এমব্রায়ার 195 OE-LWO মিউনিখের উদ্দেশ্যে ভিয়েনা থেকে উড়ে যায়। “ভিয়েনা জোহান স্ট্রাস অর্কেস্ট্রা” নামক বিমানটির ককপিটে ছিলেন এমব্রায়ার বহরের প্রধান পাইলট ইয়াল্ড রথনার এবং দ্বিতীয় পাইলট রুডল্ফ বুস্টেনার। পাইলট রথনার যাত্রীদের অভ্যর্থনা জানিয়ে বলেন, আমি অস্ট্রিয়ান এয়ারলাইন্সের পরিবারের ৭,০০০ হাজার সদস্যের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আমরা আকাশে উড্ডয়নের জন্য প্রস্তুত।একই বিমানে যাত্রী ছিলেন বাংলাদেশী বংশোদ্ভুত কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং অষ্ট্রিয়ান পিপলস পার্টীর তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন । তিনি ইউরো সমাচার কে এ বিষয়ে নিচ্চিত করেন ।

উল্লেখ্য যে,বৈশ্বিক মহামারী করোনায় লক ডাউনের কারনে গত ১৯ মার্চ থেকে অস্ট্রিয়ান এয়ারলাইন্স তার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল। আজ থেকে পুনরায় অস্ট্রিয়ান এয়ারলাইন্সের উড্ডয়ন উপলক্ষে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিমানবন্দরের প্রধান নির্বাহী জুলিয়ান জগার বলেন “বিমানবন্দরটি আবার চালু হতে দেখে আমার কাছে দুর্দান্ত লাগছে।” তিনি এটিকে “পুনরায় প্রত্যাশা পূর্ণ করতে সক্ষম হওয়ার অধিকার এবং আনন্দ” হিসাবে বর্ণনা করেন। জগার উল্লেখ করেন যে, বিমানবন্দরে স্বাস্থ্যকর পদক্ষেপগুলি বৃদ্ধি করা হয়েছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।
5,818 total views, 1 views today