অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুম বিল্লাহ,অস্ট্রেলিয়া থেকেঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার উদ্যোগে সিডনির লাকেম্বার বনফুল রেস্টুরেন্টে সভাপতি গাউসুল আলম শাহজাদার সভাতিত্বে এবং সেক্রেটারি ফয়সাল আজাদের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সভাপতি আইনজীবী সিরাজুল হক তিনি বলেন আজ আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিতে ৭১ সংখ্যাটি বিশেষ তাৎপর্য বহন করছে। ৭১ সংখ্যাটি আমাদের স্বাধীনতার সাল ১৯৭১ এর কথা মনে করিয়ে দিচ্ছে। কারণ বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও ভালোবাসায় যদি বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হত তাহলে বাংলাদেশ নামক স্বাধীন ভূখন্ড আমরা পেতাম না তাই আজকের এই দিনে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ও বর্তমান নৌকার মাঝি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করছি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি রতন কুন্ডু। আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, লেখক আকিদুল ইসলাম, সিডনি প্রেস এন্ড মিডিয়ার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আবুল বাশার রিপন,ড. তারিকুল ইসলাম, জহিরুল ইসলাম সরকার, মোঃ জাহিদ হোসেন, আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ। আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর মোঃ শাহে জামান টিটো, বাংলাদেশ আওয়ামীলীগ অষ্ট্রেলিয়ার যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান কচি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ আশরাফুল আলম লাবু, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সহ-সভাপতি মিলটন আহমেদ ও শফিক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ শিহাব, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জুয়েল হাওলাদার, আবুল কাশেম, রেজাউল করিম ও ইমরান হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন রেজা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া আল শাফিন, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পল সৈকত, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মেহেদি,কাজী আদনান মোস্তফা, রানা শরীফ, মিরাজ খান, হাবিব হাসান, কায়ুম আজাদ, শাহিন, কামাল, আনোয়ার ও মন্থন প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন বাসভূমি টিভির কর্ণধার ও লেখক আকিদুল ইসলামের সহধর্মিনী শামিমা সুমি।
5,279 total views, 1 views today