অস্ট্রিয়াতে গত ২৪ ঘন্টায় ৫৮ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এবং ভিয়েনায় ২ জন মৃত্যু বরণ করেছেন
অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ অস্ট্রিয়ায় করোনায়আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের কভিট-১৯ এ আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০৯ এ পৌছিয়াছে। যা রীতিমতো করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবের ইঙ্গি বহন করছে।
অস্ট্রিয়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭,৫৮০ জন এবং মৃত্যু বরণ করেছেন ৭০০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬,৩৭১ জন। বর্তমানে আইসিইউ তে আছেন ১০ জন এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আছেন ৭১ জন।
করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাবের আশঙ্কায় অস্ট্রিয়ানদের ক্রোয়েশিয়া পরিকল্পিত গ্রীষ্মকালীন অবকাশ হুমকির সম্মুখীন। সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে, নির্ধারিত বুকিং বাতিলের করতে দেখা গেছে অনেককেই। গত ২৪ ঘন্টায় ক্রোয়েশিয়ায় নতুন করে ৮৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে,করোনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পর্তুগালের রাজধানী লিসবনের ১৯ টি পৌরসভার মধ্যে ১৪ টি পৌরসভাকে পুনরায় লক ডাউন ঘোষণা করা হয়েছে। অধিবাসীদেরকে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধ ক্রয়ের জন্য বাহিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গত বুধবার থেকে শনিবার সকাল পর্যন্ত উপরোক্ত এলাকা সমূহে প্রায় ১৮,০০০ হাজার মানুষ করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে। অস্ট্রিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় তাত্ক্ষণিকভাবে লিসবনে ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। এর ফলে পর্তুগালেও অনেককে বুকিং বাতিল করতে হবে। ক্রোয়েশিয়ায় করোনার নতুন করে সংক্রমণের ফলে স্লোভেনিয়া সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে অস্ট্রিয়ার সাথে ক্রোয়েশিয়ার রেলপথ ও সড়ক অটোমেটিক বন্ধ হয়ে যায়। অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়া যেতে হলে স্লোভেনিয়ার উপর দিয়ে যেতে হয়।
6,139 total views, 1 views today