অস্ট্রিয়ায় আসছে সাহারা মরভূমির তাপদাহ ৩৬’ ডিগ্রী সেলসিয়াস!

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে,শুক্রবার ১০ জুলাই ও শনিবার ১১ জুলাই প্রথমে থাকবে সাহারা মরভূমির তাপদাহ এবং তারপরে ভারী বৃষ্টিপাত। শুক্রবার হবে এই বছরের এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন। অস্ট্রিয়া আবহাওয়া অফিস জেডএএমজি-র সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিতেও উঠতে পারে। এই তাপদাহ দেশের প্রায় সমগ্র ভূভাগের উপর দিয়েই প্রবাহিত হবে।
অবশ্য শুক্রবার রাতে বা শনিবার সকালে তাপমাত্রা পুনরায় ১০ ডিগ্রি কমে ২৬ ডিগ্রিতে নেমে আসবে। শুক্রবার রাতে বা শনিবার দিনে সারা অস্ট্রিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রহিয়াছে। আজ নতুন করে সংক্রমিত হয়েছেন ১০২ জন। এর মধ্যে রাজধানী ভিয়েনায় ৩১ জন এবং আপার অস্ট্রিয়ায় ৪৫ জন। তবে গত চারদিনে করোনায় কেহ মৃত্যু বরণ করেন নি। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮,৬১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭০৬ জন। করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১৬,৭৫৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,১৫১ জন। এর মধ্যে ১২ জন আছেন আইসিইউতে,৭৮ জন আছেন হাসপাতালে।
6,535 total views, 1 views today