ভিয়েনায় ইউরো সমাচারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন,সত্ত্বের সন্ধানে অবিচল

নিউজ ডেস্কঃ গতকাল ১০ জুলাই শুক্রবার সন্ধা ৮ টার সময় অষ্ট্রিয়া থেকে প্রকাশিত ইউরো সমাচারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিয়েনার একটি নামকরা অভিজাত হোটেলে এক গোল টেবিল আলোচনার আয়োজন করা হয় ।

আলোচনা সভায় অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যকে আমন্ত্রন করা হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউরো সমাচারের চীফ এডিটর আবিদ হোসেন খান তপন । সঞ্চালনায় ছিলেন সম্পাদক মাহবুবুবুর রহমান । 

বিগত এক বছরের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে উপস্থিত সকলেই আলোচনায় অংশনেন । বক্তারা বলেন, হাটি হাটি পা পা করে আমাদের এক বছর পথচলা ।এই সময়ের মধ্যে আমাদের সাফল্য কতটুকু তা বিচারের ভার পাঠকদের উপর ছেড়ে দিলাম।

সম্পাদক মাহবুবুর রহমান বলেন, পত্রিকাকে এগিয়ে নেয়ার পিছনে যারা সব চেয়ে বেশী অবদান রেখেছেন, তাদের অন্যতম সাব এডিটর সোহেল চৌধুরী, মাশুক আহমেদ চৌধুরী, আইটি বিশেষজ্ঞ মাহমুদুর রহমান নয়ন এবং পত্রিকার সহকর্মী প্রতিনিধিবৃন্দ । তিনি আরও বলেন, হ্যাকারদের জন্য পর পর দুইবার পত্রিকাটি সাময়িক বন্ধ হয়ে যায় । এটা রিকভার করার জন্য ঢাকার আই টিবিশেষজ্ঞ রিশান নাসরুল্লাহ তার টীমসহ যে, পরিশ্রম করেছেন এ জন্য ওনাদের আন্তরিক ধন্যবাদ জানান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ এডিটর আবিদ হোসেন খান তপন,মিসেস নাসরিন নাহিদ, সম্পাদক মাহবুবুর রহমান, সাব এডিটর আনিসুজ্জামান, সাব এডিটর এবং এন টিভি ইউরোপ এর অষ্ট্রিয়া প্রতিনিধি সোহেল চৌধুরী, সাংবাদিক এবং গ্রাফিক ডিজাইনার মাশুক আহমেদ চৌধুরী, আইটি বিশেষজ্ঞ মাহমুদুর রহমান নয়ন, ইউরো বাংলা টিভির অষ্ট্রিয়া প্রতিনিধি খালিদ নজরুল,  সাকিল চৌধুরী, শাহ শরীফ উদ্দিন জাকি, জাহেদ আহমেদ,আফসানা রহমান ডেইজী এবং ফারজানা রহমান লাভলী ও তার দুই মেয়ে শারিকা এবং মিহীকা । 

এরপর সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ইউরো সমাচারকে আগামী দিনে সকলের নিকট গ্রহনযোগ্য করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে পাঠকদের মন জয় করতে হবে । পরিশেষে পত্রিকার সকল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন । সভাশেষে সকল কে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।  

 7,476 total views,  1 views today