ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি।একদিনে আক্রান্ত ২৭ হাজার এবং মৃত্যু ৫১৯ জনের

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সেদেশে ২৭ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনা মহামারী শুরুর পর এই প্রথমবার একদিনে ২৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেল।                          

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ লাখ ২০ হাজার ৯১৬ জনে দাড়ালো। একদিনে ৫১৯ জনের মৃত্যুও অতীতের রেকর্ড ভেঙেছে। এই পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২২,১২৩ জন। করোনায় এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২,৮২,৪০৭ জন। ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে (রাজধানী মুম্ভাই)। এই রাজ্যে এই পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২,৩৮,৪৬১ জন এবং মৃত্যু বরণ করেছেন প্রায় ১০,০০০ মানুষ।

 6,864 total views,  1 views today