অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও এখনও বিপদজনক পর্যায়ে পৌঁছায়ননিঃ স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ আজ ১৩ জুলাই সোমবার রাজধানী ভিয়েনা এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সমগ্র অস্ট্রিয়ায় এখন পর্যন্ত ৭ লক্ষাধিকের উপরে মানুষের করোনা টেস্ট করা হয়েছে। আগামী শরতের পূর্বে এই সংখ্যা ১০ লাখের উপরে পৌছে যাবে বলে তিনি জানান। তিনি সতর্ক করে বলেন ভাইরাসটি এখনও পৃথিবীর সর্বত্র সক্রিয় বিরাজমান। এ প্রসংগে তিনি যুক্তরাষ্ট্র,ব্রাজিল এবং ভারতে করোনার অব্যাহত অবনতির কথাও উল্লেখ করেন।
এছাড়াও পূর্ব ইউরোপ ও পশ্চিম বলকান রাষ্ট্র সমূহে করোনার নতুন সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় অস্ট্রিয়া তার পূর্ব ও দক্ষিণ সীমান্তে টহল ও নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করেছেন বলে জানান। অস্ট্রিয়ার অন্যতম অবকাশ যাপনের তীর্থভূমি ক্রোয়েশিয়ায় করোনার সংক্রমণ অব্যাহত বৃদ্ধি পেয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। এরই মধ্যে গত গত সপ্তাহান্তে ৩,৪০০ জন অস্ট্রিয়ান নাগরিক অবকাশ যাপনের জন্য ক্রোয়েশিয়া গিয়েছেন। ক্রোয়েশিয়ায় আজ নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজধানী জাগরেবে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ পুনরায় সর্বত্র নাক ও মুখ বন্ধি অর্থাৎ মাস্ক পড়ার নিয়ম বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। দেশটিতে এই পর্যন্ত মোট করোনার আক্রান্তের সংখ্যা ৩,৭৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১৯ জন। বর্তমানে ক্রোয়েশিয়ায় করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব চলছে।
এদিকে আজ অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছ এবং কেহ করোনায় মারা যান নি। আজ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮,৯৪৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭০৮ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ১৭,০০০ হাজার মানুষ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১,২৪০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন মাত্র ৮ জন,হাসপাতালে ৭৯ জন এবং বাকীরা নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
7,247 total views, 1 views today