নরসিংদী অয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্পেন থেকে,বকুল খানঃ করোনা মহামারীকালীন সময়ে মৃত্যবরণ কারীদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে, নরসিংদী অয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন । গতকাল রাতে মাদ্রিদের মামা মিয়া রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আল আমিন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন ও সাইয়্যেদ আনোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জান সুন্দর ,গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সোহেল ভূঁইয়া , নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন۔স্পেনের উপদেষ্টা বশির আহমেদ ,۔ সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান,সহ সভাপতি বাদল আহমেদ , সাংগঠনিক সম্পাদক ইকবাল হুসেন ,গ্রেটার সিলেট এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির সদস্য দবির তালুকদার ,সদস্য সচিব আবু জাফর রাসেল , সাবেক সভাপতি ,লুৎফুর রহমান ,ক্রিড়া সংগঠক তামিম ইকবাল ,ইয়াসিন শিকদার প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন ,মাওলানা আখতার হুসেন । অনুষ্ঠানে বক্তারা বলেন,করোনা মহামারীর সময়ে যেভাবে সবাই একে ওপরের পাশে দাড়িয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে ।আমরা সামাজিক সংগঠন করেছি পদ পদবীর জন্য নয় ,প্রবাসে স্বজনহীনদের পাশে থেকে কাজ করার জন্য ।এসময় অতিথি বৃন্দ ,নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম দৃষ্টান্তমূলক আখ্যা দিয়ে ভূয়সী প্রশংসা করেন । পরে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।
6,086 total views, 1 views today