অস্ট্রিয়ায় করোনা আক্রান্ত রোগীকে ৮০০ শত ইউরো জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছে আদালত!

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার ইতালির সীমান্তবর্তী রাজ্য Kärnten এর রাজধানী Klagenfurt এর আদালত মাঝ বয়সী এক মহিলাকে উক্ত কারাদন্ড প্রদান করেন। মামলার বিবরণে জানা যায় মহিলার করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর তাকে নিজ বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মহিলাকে দৈনন্দিনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও সরবরাহ করা হয়েছিল। তা সত্ত্বেও মহিলা মাস্ক ব্যতীত পার্শ্ববর্তী সুপারমার্কেটে কেনাকাটা জন্য গিয়েছিল। বিষয়টি প্রশাসনের দৃস্টিগোচর হলে সরকার বাদী হয়ে মহিলার বিরুদ্ধে আদালতে মামলা করেন।                         

Klagenfurt এর আঞ্চলিক আদালতের বিচারক অলিভার ক্রিজ একটি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন তিনি খুবই বড় ধরনের অপরাধ করেছেন। সরকারী আইন অমান্য এবং সুস্থ মানুষকে জেনে শুনে করোনার সংক্রমণের রিস্কে ফেলেছেন। অবশ্য বিচারক বলেন তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল করতে পারবেন। মহিলা নিজের দোষ স্বীকার করেছেন এবং সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন।

 7,283 total views,  1 views today