ভিয়েনায় Summer Camp এর এক শিশু করোনায় আক্রান্ত!

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রিত একটি গ্রীষ্মকালীন শিশু শিবিরে এক শিশুর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে ভিয়েনা মেডিকেল ক্রাইসিস দলের মুখপাত্র শনিবার সংবাদ সংস্থা এপিএ কে এই তথ্য নিশ্চিত করেছেন। এপিএ এর তথ্য অনুযায়ী,Summer Camp টিকে অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। অসুস্থ শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার সাথে যাদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল তাদেরকেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।                         

প্রশাসনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানায় যে অন্যান্য গ্রীষ্ম শিবিরের কার্যক্রম অব্যাহত থাকবে। রাজধানী ভিয়েনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪,৭৮০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০৪ জন। এই শহরে করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৪,০৫২ জন। আজ এখানে ৬৯ বৎসর বয়স্ক একজন করোনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫২৪ জন। সংবাদ সংস্থা এপিএ আরও জানান শুক্রবার অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক একজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্রী আলেকজান্ডার শ্যাচলেনবার্গের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত কর্মকর্তা নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। জানা গেছে তিনি সার্লজবুর্গের Wolfgang See তে এক সপ্তাহ অবকাশ যাপন করে গত সপ্তাহে ভিয়েনায় ফিরে এসেছেন। অন্য এক খবরে বলা হয়েছে অস্ট্রিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র Wolfgang See এর বিভিন্ন হোটেলের প্রায় ২৮ জন কর্মচারী করোনায় সংক্রমিত হয়েছেন। সেখানে মোট ৫০০ শতাধিক মানুষের করোনা টেস্ট করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

এই দিকে গত ২৪ ঘন্টায় অস্ট্রিয়ায় নতুন করে আরও ১২৪ জন করোনা ভাইরাসের কভিট-১৯ দ্বারা সংক্রমিত হয়েছেন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,৩৩৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭১২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮,১২৪ জন মানুষ। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৫০২ জন। এর মধ্যে আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছেন ১৬ জন এবং হাসপাতালে আছেন ১০২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 7,084 total views,  1 views today