অস্ট্রিয়ায় নতুন করোনার বিধি সম্পর্কে বিভ্রান্তি ধীরে ধীরে পরিস্কার হচ্ছে

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ এখন আপনি যদি ছুটি থেকে ফিরে আসেন, তাহলে আপনাকে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে নতুবা নিজ খরচে ৪৮ ঘন্টার  মধ্যে করোনার টেস্ট করাতে হবে। গ্রীষ্মের অবকাশ থেকে যারা এখন অস্ট্রিয়ায় ফেরত আসবেন তাদের জন্য দুইটি ব্যবস্থা রাখা হয়েছে।                                                         

একঃ আপনাকে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে এবং তা ৭২ ঘন্টার বেশী সময় হতে পারবে না।                                             

দুইঃ যদি আপনার নিকট করোনার নেগেটিভ সনদ না থাকে তাহলে আপনাকে ৪৮ ঘন্টার মধ্যে নিজ খরচে করোনার টেস্ট করাতে হবে।

এই বিশেষ টেস্টের খরচ আপনার চিকিৎসা বীমা সংস্থা বহন করবে না। যদি করোনার পরীক্ষা বা সনদ দেখাতে ব্যর্থ হন তাহলে আপনাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। আইন অমান্যকারীকে €1,450 ইউরোর জরিমানার সম্মুখীন হতে হবে।              

আজ অস্ট্রিয়ায় নতুন করে ১৩৪ জন করোনা ভাইরাসের কভিট-১৯ দ্বারা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে রাজধানী ভিয়েনায় ৬০ জন। তবে আজ কেহ মৃত্যুবরণ করেন নি। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,৪৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭১২ জন। করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৮,২০৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,৫৫১ জনে পৌঁছিয়াছে। এর মধ্যে আইসিইউতে আছেন ১৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৭ জন। অবশিষ্টরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 7,122 total views,  1 views today