দূরবর্তী মহাকাশে আমাদের সৌরজগতের মতো সৌরজগত আবিষ্কার!
আন্তর্জাতিক ডেস্ক থেকে, কবির আহমেদঃ বিজ্ঞানীরা মহাকাশে একটি সৌরজগতের প্রথম প্রত্যক্ষ ছবি ধারণ করেছেন যা আমাদের সৌরজগত বা সোলার সিস্টেমের মতো। দক্ষিণ আমেরিকার চিলির আতাকামা মরভূমিতে স্থাপিত ইউরোপীয় স্পেস এজেন্সীর বৃহদাকার দক্ষিণ পর্যবেক্ষণ দূরবীণের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে। এতে দেখা যাচ্ছে আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে দুইটি গ্রহ তাকে পরিভ্রমণ করছে ঠিক যেন এক পারিবারিক বন্ধনের মতোই।
এটি অবশ্য আমাদের পৃথিবী থেকে ৩০০ শত আলোকবর্ষ দূরত্বে অবস্থিত। এক আলোক বর্ষ বা Light – year(ly) হল একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ হলো আমাদের সূর্যের আলো এক বৎসরে যে পথ অতিক্রম করে সেই দূরত্বকে এক আলোকবর্ষ বলা হয়। নক্ষত্রটি হলো TYC 8998-760-1 হিসাবে পরিচিত এবং দক্ষিণ নক্ষত্রমণ্ডলের মুস্কার অঞ্চলে অবস্থিত। এই সূর্য বা নক্ষত্রের বয়স মাত্র ১৭ মিলিয়ন বৎসর। বিজ্ঞানীরা এই নক্ষত্রটিকে আমাদের সূর্যের চেয়ে বয়সে অনেক ছোট বলে জানিয়েছেন। কেননা আমাদের সূর্য বা নক্ষত্রের বয়স ৪.৬ বিলিয়ন বছর। তারা বা নক্ষত্রটিকে প্রদক্ষিণ করা গ্রহ দুইটি হল টিওয়াইসি 8998-760-1b এবং টিওয়াইসি 8998-760-1c। ধারণা করা হচ্ছে গ্রহ দুইটি হিলিয়াম এবং হাইড্রোজেনের মতো গ্যাস নিয়ে গঠিত। অবশ্য গ্রহ দুইটি আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্ট গ্রহ বৃহস্পতি ও শনি গ্রহে চেয়ে অনেক বেশি ভারী।
জ্যোতির্বিজ্ঞানীরা পূর্ব থেকেই ধারণা করতেন যে মহাকাশে আমাদের মতো সূর্য কেন্দ্রিক এই সোলার সিস্টেম অবশ্যই কোথাও না কোনও আছে। নেদারল্যান্ডসের (হল্যান্ড) লেডেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী শীর্ষ গবেষক আলেকজান্ডার বোহান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “এই আবিষ্কারটি এমন একটি পরিবেশের স্ন্যাপশট যা আমাদের সৌরজগতের সাথে খুব মিল রহিয়াছে। লিডেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সহ-লেখক ম্যাথু কেনফায়েলে বলেছেন যে, যে এই ধরণের প্রত্যক্ষ পর্যবেক্ষণ মহাকাশে জীবনের অস্তিত্ব খুঁজতে বেশ সহায়ক হবে। “যদিও জ্যোতির্বিদরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পরোক্ষভাবে হাজার হাজার নক্ষত্র ও গ্রহ সনাক্ত করেছেন কিন্ত সৌরজগতের মতো এমনটি কোথাও খুঁজে পান নি।
7,280 total views, 1 views today