বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর জার্সি এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পরিচালক জায়েদ বিন শহীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গতকাল ২৭-০৭-২০২০ইং বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর জার্সি এবং ট্রফি উন্মোচন করা হয় দূতাবাসের নিজস্ব ভবনে।
উক্ত অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মেদ আবদুল মুহিত,দুতাবাস মিশন উপ-প্রধান রাহাত বিন জামান, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু, সেক্রেটারি শরিফ খান আরিফ, টুর্নামেন্টের আহবায়ক জায়েদ বিন শহীদ সহ অংশগ্রহণকারী ৬ টি দলের ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দুতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার সরাসরি তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহযোগিতায় টুর্নামেন্ট টি Seebarn Cricket Ground এ অনুষ্ঠিত হবে।
আগামী ০২/০৮/২০২০ (রবিবার) সকাল ০৮:৪৫ ঘটিকায় মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মেদ আবদুল মুহিত টুর্নামেন্ট উদ্বোধন করবেন। ১০/০৮/২০২০ সব খেলা শেষে খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সবাই খেলা দেখতে মাঠে আসবেন এ প্রত্যাশায়-বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া (BCCA )
খেলার বিস্তারিত জানার জন্য, আহবায়ক জায়েদ বিন শহীদ এর সাথে যোগাযোগ করার অনুরোধ করেন । মোবাইলঃ ০৬৭৬ ৮৭৯৬১৭০৯৩
খেলার স্থানঃ Seebarn Cricket-Platz Schloßstraße 24, A-2111
7,090 total views, 1 views today