ইউরোপ জুড়ে শিশু- কিশোরদের কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্পেনে বাংলাদেশী বংশদ্ভূত মাহফুজা সারা আলম

স্পেন থেকে নিজস্ব প্রতিনিধিঃ ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিশুদের মেধা বিকাশে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই সপ্তাহব্যাপী কিরাত ও নাতে রাসুল(সঃ) প্রতিযোগিতা – ২০২০।উক্ত প্রতিযোগিতায় ইউরোপের প্রায় প্রতিটি দেশের বাংলাদেশি বংশদ্ভূতসহ অন্যান্য দেশের শিশু-কিশোররা অংশ নেয়। অনলাইন ভিত্তিক দুই সপ্তাহব্যাপী অনুষ্টিত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুড়ান্ত ফলাফলের ভিত্তিতে স্পেনে বাংলাদেশি বংশদ্ভূত ৭ বছর বয়সী মাহফুজা সারা আলম প্রথম স্থান অধিকার করে। সারা’র অভূতপূর্ব বিজয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি বিকাশে অনন্য ভুমিকা রাখবে বলে সমাজ সচেতন মহলের বিশ্বাস।
সারা’র বাবা স্বনামধন্য সাংবাদিক এনটিভির স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। উল্লেখ্য সাংবাদিক সেলিম আলমের তিন সন্তানের মধ্যে সারা দ্বিতীয়। বাবা সেলিম আলম এবং মা মিসেস সেলিম আদরের মেয়ের ভবিষ্যৎ সুন্দর ও মসৃণ পথচলায় সবার দোয়া কামনা করেন।
7,127 total views, 1 views today