কুয়েতের বিপদজনক দেশের তালিকায় বাংলাদেশের নাম অব্যাহত!

 আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃবৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের দিকে থেকে বাংলাদেশকে পুনরায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশ বলে চিহ্নিত করেছে কুয়েত সরকার।বাংলাদেশ ছাড়াও এ তালিকায় রয়েছে আরো ৩১টি দেশ। এসব দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে এবার নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা করা হয়েছে। এবার দেশের সংখ্যা ৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশ ছিলো- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান ও নেপাল। নতুন তালিকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলংকা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।                                                

এদিকে, গত সপ্তাহে বাংলাদেশ বিমানের তরফ থেকে এক বার্তায় বলা হয়েছিলো আগস্ট থেকেই কুয়েতে সপ্তাহে একদিন ঢাকা-কুয়েত-ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু হবে। তবে আগস্টের প্রথমেই কুয়েত সরকারের তরফ থেকে এমন ঘোষণা আসলো। কুয়েতের বেসামরিক বিমান পরিবহরেন ডিজির কার্যালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এসব দেশের নাগরিকরা অনির্দিষ্টকালের জন্য কুয়েতে প্রবেশ করতে পারবে না। অন্য দেশ থেকে ভ্রমণের আগে ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী এই দেশগুলোতে ছিলেন, তাদেরকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।                  

উল্লেখ্য, বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের অন্যতম শ্রমবাজার কুয়েত। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ছোট আয়তনের দেশটির মোট জনসংখ্যার মাত্র ৩০ শতাংশ স্থানীয় নাগরিক এবং ৭০ শতাংশই অভিবাসী। বর্তমানে ৩ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশী কুয়েতে কর্মরত আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৬০ জনের মতো এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২ আগস্টের তথ্য অনুযায়ী এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭,৯১১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৫৭ জন।

 6,681 total views,  1 views today