অস্ট্রিয়া তার দেশের নাগরিকদের জন্য স্পেন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে !

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ স্পেনের মূল ভূখন্ডে পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে নতুন করে বার্সেলোনা বর্তমানে করোনার নতুন হট স্পটে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যাচলেনবার্গ স্পেনের মূল ভূখণ্ডে ভ্রমণের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন বলে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানান।
তবে আপাতত স্পেনের দ্বীপরাজ্য বালিয়ারিক এর Mallorca,Menorca ও Ibiza এবং ক্যানারি দ্বীপ- রাজ্যের Teneriffa, Fuerteventura ও Gran Canaria এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে। এই নিষেধাজ্ঞা আগামী ১০ আগস্ট সোমবার থেকে কার্যকর হবে বলে প্রেস নোটে জানানো হয়েছে। সোমবার থেকে স্পেনের উপরোক্ত দ্বীপপুঞ্জ ব্যতীত মূল ভূখণ্ড থেকে কেহ অস্ট্রিয়ায় প্রবেশ করলে তাকে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। দেখাতে ব্যর্থ হলে চার দিনের মধ্যে অস্ট্রিয়ায় নিজ খরচে করোনার টেস্ট করাতে হবে এবং রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে।
স্পেনে এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৮৪৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮,৪৯৯ জন।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩০ জন তবে কেহ মারা জান নি। আজ রাজধানী ভিয়েনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৭ জন। এই পর্যন্ত মোট করোনার আক্রান্তের সংখ্যা ২১,৬৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭১৯ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ১৯,৫৯৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৮১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭ জন। বাকীরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
381 total views, 1 views today