যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লেক জর্জের পানিতে ডুবে বাংলাদেশী বংশোদ্ভূত যুবকের মৃত্যু!

 আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ   বুধবার নিউইয়র্ক সময় বিকেলের দিকে নিউইয়র্কের Bronx এ বসবাসকারী তানভীর আহমদ (২২) তার আরও ৫ বন্ধুর সাথে ‘লেক জর্জ’ এ স্পীড বোড নিয়ে যায় ঘুরতে। লেকের মাঝামাঝি যেয়ে তারা সিদ্ধান্ত নেয় স্পীড বোড থেকে পানিতে জাম্প করবে। সে মোতাবেক তানভীরই প্রথম জাম্প দেয়। তারপর সে কিছুদূর যেয়ে পুনরায় স্পীড বোডের কাছে ফিরে আসে। একজন তাকে উঠে আসতে বললেও সে উঠে নি। তারপর আরও দুইজন পানিতে জাম্প দেয়। তখন স্পীড বোডে ধরে থাকা তানভীরও তাদের সাথে মিলিত হতে রওয়ানা দেয় কিন্ত তানভীর সকলের সামনে পানিতে তলিয়ে যেতে থাকে। প্রথমে পানিতে থাকা দুইজন এবং স্পীড বোড থেকে আরও একজন ঝাপ দিয়ে চেষ্টা করে ব্যর্থ হন।                           

ঘটনার সময় পানি খুবই ঠান্ডা অবস্থায় ছিল। আরেকবন্ধু পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেছিল বলে বুঝা যাচ্ছে এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরে দীর্ঘ প্রচেষ্টার স্থানীয় পুলিশ প্রশাসনের ডুবুরিরা লাশ উদ্ধার করতে সক্ষম হন।                                         

তানভীরের দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার স্মৃতিচারণ করতে গিয়ে স্থানীয় একজন কান্নাজনিত কন্ঠে বলেন তানভীর নিয়মিত মসজিদে নামাজ পড়তেন এবং অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছিলেন।

 7,141 total views,  1 views today