বৈরুতের বিস্ফোরণে লেবানন সরকারকে অস্ট্রিয়ার ১ মিলিয়ন ইউরোর অনুদান ঘোষনা !

অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে দেড় শতাধিক লোক নিহত হয়েছেন এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছেন। এই বিস্ফোরণের ধ্বংসযজ্ঞটি বৈরুত শহরের এক বিশাল অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ অস্ট্রিয়ান সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানান অস্ট্রিয়া সরকার বৈরুতের এই ভয়াবহ দুর্যোগের জন্য জরুরী সাহায্য হিসাবে ১ মিলিয়ন ইউরোর অনুদানের ঘোষণা দিয়েছেন।
আজ উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ঝোঙ্গান হাসপাতালে এক গবেষণায় দেখেছেন যে করোনার থেকে আরোগ্য লাভ করার ৩ মাস পড়েও অনেকের ফুসফুস পুনরায় ক্ষতিগ্রস্থ হয়েছে। বার্লিনের হেক্কেসর্ন লুং ক্লিনিকের সিনিয়র চিকিত্সক টর্স্টেন ব্লামের মতে, করোনভাইরাসটি দুর্বল লক্ষণযুক্ত রোগীদের ফুসফুসে দীর্ঘস্থায়ী বা এমনকি স্থায়ী ক্ষতি করতে পারে।
অন্যদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১,৯১৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২১ জন। করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১৯,৮১২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৮৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২০ জন।
7,298 total views, 1 views today