ভিয়েনার শহরের প্রাণকেন্দ্রে নতুন ফ্রি মিনি সুইমিংপুলে হাজারো মানুষের ঢল

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার Westbahnhof এর সন্নিকটে Neuebau Gürtel এ একটি মিনি সুইমিংপুল কাম পার্ক নির্মাণ করা হয়েছে। ১১ মিটার দৈর্ঘ্যের ও ৪ মিটার প্রশস্তের এই মিনি সুইমিংপুলের পিছনে ব্যয় হয়েছে দেড় লক্ষ ইউরো। অবশ্য অস্ট্রিয়ার বিরোধীদল FPÖ এর তীব্র সমালোচনা করেছেন। কেননা ব্যস্ত এই পশ্চিম ভিয়েনার Gürtel এর অন্যতম সংযোগ সড়কটি বন্ধ করে পার্ক নির্মাণের ফলে এই অঞ্চলের সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হবে। ভিয়েনা প্রশাসনের জনৈক মুখপাত্র অবশ্য বলেছেন,এই সামান্য যানজটে তেমন একটা অসুবিধার হওয়ার কথা নয়। এই পার্ক ও মিনি সুইমিংপুল প্রকৃতি ও ভিয়েনার জনগণকে আরও বেশী বিনোদন দিবে।

তিনি আরও জানান,সুইমিংপুল টি শনিবার খুলে দেওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় ১,০০০ মানুষ গোসল করেছেন। যেহেতু সুইমিংপুল টি ছোট তাই প্রতিবার একসাথে ৬ জনকে নামতে দেয়া হয় মাত্র ৭ মিনিটের জন্য। তিনি আরও জানান সুইমিংপুল সাথেই একটি পরিত্যক্ত বাসের মধ্যে রাত্রি যাপনের জন্য একটি ‘বাস হোটেল’ স্থাপন করা হয়েছে। অবশ্য এক রাত্রি যাপনের জন্য ভাড়া কত জানা যায় নি। গত রাতে দুইটি পরিবার এই বাস হোটেলে রাত্রি যাপন করেছেন।                                                     

আজ ভিয়েনা প্রশাসনের পক্ষ থেকে নতুন Donau নদীতে গোসল করা ও নামার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ও বন্যার জন্য Donau নদীতে গোসল ও নামার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।                      

এদিকে আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২,১০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২৩ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ২০,০১০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৭৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৬ জন। অবশিষ্টরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

 7,319 total views,  1 views today