রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন ঘোষণা!

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ মঙ্গলবার ১১ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা ভাইরাসের কোভিড-১৯ এর ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ান সংবাদ সংস্থা তাস (RT)। তার কন্যা ইতোমধ্যে এ ভ্যাকসিন নিয়েছে বলেও জানান তিনি। পুতিন আরও বলেন, ভ্যাকসিনটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনার ভাইরাস কোভিড-১৯ ঠেকাতে কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম।
তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের পথে রুশ বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষার সকল ধাপ পার হয়ে এসেছেন। তারা প্রমাণ করেছেন এই ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। আমাদের এই ওষুধটি বৈশ্বিক মহামারি করোনার বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি, গোটা বিশ্বের জন্যই আশার আলো নিয়ে এসেছে। তিনি আরও বলেন বিশ্বে আমরাই প্রথম মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিলাম। এখন আমাদের আবিষ্কৃত এই ভ্যাকসিনটি করোনা আক্রান্ত বিশ্বকে করোনা থেকে মুক্তির পথ দেখাবে।
এর আগে রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছিলেন, ১২ আগস্ট সরকারিভাবে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে। এর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কি-না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে। তিনি আরও জানান চলতি বছরেই সাড়ে চার কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে রাশিয়া।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৯ জন,যার মধ্যে ৭১ জনই রাজধানী ভিয়েনায়। তবে আজ কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি। এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২২,২৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২৩ জন। করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ২০,১২৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,৩৯৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৫ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
7,407 total views, 1 views today