ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মেসির বার্সেলোনা জার্মানির মিউনিখের কাছে ৮-২ গোলে নাস্তানাবুদ!

আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ চ্যাম্পিয়ন লীগের কোয়ার্টার ফাইনালে শুক্রবার ১৪ আগস্ট সন্ধ্যায় স্পেনের বার্সেলোনা জার্মানির বায়ার্ণ মিউনিখের নিকট ৮ – ২ গোলের ব্যবধানে নাস্তানাবুদ হয়েছেন। স্পেনের বার্সেলোনা তথা মেসির দলের এই বিশাল ব্যবধানের পরাজয়ে বিশ্বের ফুটবল প্রেমীরা বিস্মিত হয়েছেন। এখানে উল্লেখ্য যে করোনার কারণে স্টেডিয়ামে কোন দর্শক উপস্থিত ছিলেন না। পর্তুগালের রাজধানী লিসবনে জার্মানির বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে স্পেনের শক্তিশালী দল বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে।
শনিবার ১৫ আগস্ট বৃটেনের ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের লিয়ন (Lyon) এর মধ্যকার বিজয়ীর সাথে তারা সেমিফাইনাল খেলবে। জার্মানির জাতীয় দলের এক সময়ের দুর্দান্ত স্ট্রাইকার ও ক্যাপ্টেন থমাস মুলার খেলার ৪ মিনিটের মাথায় গোল করে মিউনিখ দলকে এগিয়ে নিয়ে যান। কিন্ত খেলার সাত মিনিটের মাথায় মিউনিখের মধ্য মাঠের খেলোয়াড় ডেভিড আলাবার (অস্ট্রিয়ান নাগরিক) আত্মঘাতী গোলে খেলায় সমতা ফিরে আসে। কিন্ত এই আত্মঘাতী গোলের পর মিউনিখ ধীরে ধীরে সম্পূর্ণ খেলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
প্রথমার্ধের ৪৫ মিনিটের খেলায় মিউনিখ ৪ -১ গোলে এগিয়ে থাকে। বিরতির পরে, জার্মানদের আক্রমণ কিছুটা হ্রাস পেলে বার্সেলোনার উরুগুয়ের খেলোয়াড় লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন (২ – ৪)। এরপর মিউনিখের খেলোয়াড়রা পুনরায় ঝলসে উঠলে বার্সেলোনা আর কুলিয়ে উঠতে পারে নি। ফলে পরবর্তীতে আরও ৪ গোল করে ৯০ মিনিটের খেলা শেষ করে। এফসি বার্সেলোনা – এফসি বায়ার্ন মিউনিখ ২:৮(১:৪) স্থান ও স্টেডিয়াম : লিসবন,এস্তাদিও দা লুজ। পরবর্তী খেলা সমূহ – শেষ কোয়ার্টার ফাইনাল শনিবার ১৫ আগস্ট ম্যানচেস্টার সিটি – অলিম্পিক লিয়ন। ১ম সেমিফাইনাল: মঙ্গলবার, ১৮ ই আগস্ট প্যারিস সেন্ট-জার্মেইন – আরবি লাইপজিগ (জার্মানি) ২য় সেমিফাইনাল: বুধবার, ১৯ আগস্ট বায়ার্ন মিউনিখ – ম্যানচেস্টার সিটি / অলিম্পিক লিয়ন থেকে বিজয়ী। ফাইনাল: রবিবার ২৩ শে আগস্ট লিসবন (পর্তুগাল)।
7,430 total views, 1 views today