অস্ট্রিয়া আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উদযাপন

নিউজ ডেস্কঃ ১৫ আগস্ট শনিবার সন্ধা ছয় ঘটিকায়  অস্ট্রিয়া আওয়ামী লীগের জাতীয় শোক দিবস স্থানিয় Giselhergasse 6, Wien 1150 এ  অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাছিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে টেলিফোনে সংযুক্ত হোন বাংলাদেশ সরকারের মাননীয় মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম,পি।মন্ত্রী প্রায় ত্রিশ মিনিট বক্তব্য দেন। মন্ত্রী বলেন একটি কমিশন গঠন করে ইতিহাস তৈরি করতে হবে মেজর ডালিম, কর্নেল ফারুক, রশিদই শুধু এই হত্যা কান্ডের সাথে জরিত নয় এর নেপথ্যে প্রকৃত কারা কাজ করেছেন তাদের বের করতে হবে তবেই ইতিহাস তার প্রকৃত রাস্তা খুঁজে পাবে। জেনারেল জিয়া বঙ্গবন্ধুর মৃত্যু সংবাদ শুনে রাষ্ট্রের দায়িত্ব পালন না করে উনি বলেন কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি আছেন তিনি প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করবেন।জেনারেল জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যা কান্ডের সাথে জিয়া ওতপ্রোত ভাবেই  জরিত।হত্যাকারিদের বিচারের ব্যবস্থা না করে তাদের বিদেশে বিভিন্ন দূতাবাসে Ambassador এবং সচিব পর্যায়ে কাজের ব্যবস্থা করে দেয়।

তিনি আরও বলেন, আমাদের বিপদ এখনো শেষ হয় নাই তাই আমাদের সবার সজাগ থাকতে হবে। হত্যাকারিরা এখনো কাজ করে যাচ্ছে অতএব আমাদের সবার ঐক্যবধ্য ভাবে কাজ করে যেতে হবে। সেখানে প্রবাসীদের ভুমিকা বিরাট। অস্ট্রিয়া আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাথে অস্ট্রিয়া আওয়ামী লীগ সুন্দর করে কাজ করে যাচ্ছে সেটা আমাদের নজরে আছে।                                     

সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম,নজরুল বলেন, আমি আজকে অনেক আনন্দিত আপনাদের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মন্ত্রীমহোদয়ের অংশগ্রহণের জন্য।জামাত বিএনপি এখনো ওত পেতে আছে জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করার জন্য। সবাইকে সাবধান থাকতে হবে এবং নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবধ্য ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভানেত্রী মিসেস নাসরিন নাহিদ, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন  নেতৃবৃন্দ ।

সভাপতি সবাইকে অনুষ্ঠানে আসার জন্য এবং ধৈর্যের সঙ্গে মন্ত্রী মহোদয়ের ব্যক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।  

 6,660 total views,  1 views today