অস্ট্রিয়ায় যাত্রীসহ দ্রুতগামী রেলজেট ট্রেন লাইনচ্যুত !

 অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ অস্ট্রিয়ার দক্ষিণের রাজ্যে Steiermark এর Murau জেলার Scheifling গ্রামের নিকট রবিবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে রাজধানী ভিয়েনা থেকে ২০০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া দ্রুতগামী রেলজেট ট্রেনটি লাইনচ্যুত হয়। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান,যে ভারী বর্ষণের ফলে রেললাইনের মাটি সরে যাওয়ার ফলে রেললাইনের নিচের মাটি ডেবে যাওয়ার কারনে ট্রেনটি লাইনচ্যুত হয়। আমরা খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উপস্থিত হয়ে ট্রেন থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেই। তবে যাত্রীদের মধ্যে কেহ হতাহত হন নি। আমরা প্রায় ঘন্টা খানেক সার্ভিস দিয়ে যাত্রীদের নিরাপদ স্থান সরিয়ে নিয়েই আমাদের কাজ শেষ।                               

ট্রেনটি পরে কোন এক সময়ে রেলওয়ের টেকনিক্যাল টিম এসে লাইনচ্যুত ট্রেনটিকে পুনরায় যথাযথ স্থানে স্থানান্তরিত করার কথা। Steiermark রাজ্য পুলিশ অধিদপ্তরের তথ্য অনুসারে রবিবারের ভারী বৃষ্টিপাতের ফলে Steiermark এর বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। নিউমার্কেটের কাছে সেন্ট মেরেইনে ফ্রেইয়াচার স্ট্রেই পাহাড়ের মাটি ধসের কারনে সমস্ত যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। রাজ্যের পুলিশ,ফায়ার সার্ভিস সহ সমস্ত রেসকিউ টিমকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আজ সোমবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হয়েছে। আজ থেকে ক্রোয়েশিয়ার সাথে পুনরায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন এবং দক্ষিণ অস্ট্রিয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে তার স্বাভাবিক সিডিউলে ব্যাপক পরিবর্তন আনতে হচ্ছে।

 7,506 total views,  1 views today