আজ অস্ট্রিয়ায় নতুন করে আরও ১৯১ জন করোনায় আক্রান্ত !
অবকাশ ফেরৎ, দক্ষিণের সীমান্তে হাজার হাজার অস্ট্রিয়ানদের অপেক্ষা ১২ ঘন্টা পর্যন্ত

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ আজ রবিবার অস্ট্রিয়া সরকারের নিয়মিত করোনার প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় অস্ট্রিয়ায় নতুন করে আরও ১৯১ জন করোনা ভাইরাসের কোভিড-১৯ দ্বারা সংক্রমিত সনাক্ত হয়েছেন। যার মধ্যে রাজধানী ভিয়েনাতেই সংক্রমিত হয়েছেন ৯৯ জন। এর ফলে এখন ভিয়েনায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১,৪৪৩ জন। তবে আজ করোনায় কেহ মৃত্যুবরণ করেন নি।
অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যগুলিতে আজকের সংক্রমণ ও সক্রিয় রোগীর সংখ্যা নিম্নরুপ – Oberösterreich নতুন আক্রান্ত ২৭ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ৪৩৫ জন। Tirol এ নতুন আক্রান্ত ২৪ জন এবং সক্রিয় রোগী ৩২৭ জন। Niederösterreich এ নতুন আক্রান্ত ২৪ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ২৬৬ জন। Steiermark এ নতুন আক্রান্ত ৬ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ১৬৯ জন। Salzburg এ নতুন আক্রান্ত হয়েছেন ২ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ১৫৩ জন। Kärnten রাজ্যে আজ নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ৮১ জন। Vorarlberg এ নতুন আক্রান্ত ২ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ৬২ জন। Burgenland এ আজ নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ২৭ জন।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ – এর খবরে বলা হয়েছে যে অস্ট্রিয়ার দক্ষিণের সীমান্তে হাজার হাজার অবকাশ ফেরত অস্ট্রিয়ান অপেক্ষমান আছেন। Kärnten এর স্লোভেনিয়া ও অস্ট্রিয়ার সীমান্তে প্রতিটি মানুষকে যথাযথ ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ঢুকতে দেয়া হচ্ছে। এর ফলে একেকজনকে ১২ থেকে ১৫ ঘন্টার যানজটে পড়তে হচ্ছে। সংবাদ সংস্থা আরও জানান এই সীমান্তে গত কয়েকদিনে ১,০৭০ জনকে ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে এবং ২৭৯ জনের করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় আইসোলেশনে রাখা হয়েছে।
অস্ট্রিয়ার এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫,২৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩২ জন। এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ২১,৫৫৮ জন মানুষ। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৯৬৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
7,083 total views, 1 views today