ভারতে আজ এক দিনেই করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭ হাজার ২৬৬ জন !

আন্তর্জাতিক ডেস্ক থেকে, কবির আহমেদঃ অনেক বিশেষজ্ঞের মতে ভারত সম্ভবত করোনার তৃতীয় প্রাদুর্ভাবের মুখোমুখি হতে যাচ্ছে। বর্তমানে পুনরায় সংক্রমণ প্রতিদিন ক্রমাগত ঊর্ধ্বমুখী। গত দুই সপ্তাহ যাবৎ আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের ঘরে ঘোরাফেরা করার পর বৃহস্পতিবার নতুন সংক্রমণ বেড়ে হয়েছিল ৭৫ হাজার। আজ শুক্রবার সংক্রমণের সংখ্যা ৭৭ হাজার উপরে উঠে এক নতুন রেকর্ড সৃষ্টি করল। সঙ্গে সঙ্গে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও গত কয়েক দিন যাবত এক হাজার ছাড়াচ্ছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় সমগ্র ভারতে ৭৭ হাজার ২৬৬ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।
যার ফলে ভারতের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। এই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৪৫১ ও ৪৪ হাজার ২৩৫ জন। অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি লোক নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই ধারা গত ১০ দিন ধরেই অব্যাহত চলছে । আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা
আমেরিকাতে মোট আক্রান্ত ৫৮ লক্ষ ৬৬ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৭ লক্ষ ৬১ হাজার।
প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের হার ৮.৫৭ শতাংশ। তবে আশার কথা হলো আক্রান্তের সংখ্যা যেমন রোজ বাড়ছে, তেমনই প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন। ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই আশাব্যাঞ্জক। এখনও পর্যন্ত মোট ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের তিন চতুর্থাংশেরও বেশি সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ১৭৭ জন মানুষ।
এদিকে আজ অস্ট্রিয়া করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন তবে কেহ মৃত্যুবরণ করেন নি। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬,৫৯০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩৩ জন। করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ২২,৫৯৪ জন মানুষ। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,২৬৩ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ২৭ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন। অবশিষ্ট বেশীরভাগ আক্রান্তদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
7,291 total views, 1 views today