অষ্ট্রিয়া বিএনপির উদ্যোগে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার উদ্যোগে আজ ১ সেপ্টেম্বর ‘২০ ভিয়েনার একটি হোটেল এর হলরুমে দলীয় ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অষ্ট্রিয়া বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউর রহমান পলাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহবায়ক এহসান উল্লাহ আলমগীর।  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা নেয়ামুল বশির।

আলোচনা সভায় বিএনপি নেতাদের মাঝে বক্তব্য  রাখেন  মোহাম্মদ মোস্তফা, বখতিয়ার মোহাম্মদ কুতুবুদ্দিন, হানিফ ভুইয়া, মেহেদী জাহিদ, মোস্তাফিজুর রহমান সুমন, রোকন তালুকদার, মোয়াজ্জেম হোসেন, হেলাল উদ্দিন, শাহীন ভূইয়া, দুলাল ভূইয়া,শাহীন চৌধুরী, জামাল উদ্দিন,নাজমুল হোসেন নেয়ামত, ফাহাদ,মাসুদ ইফতেখার,মিরাজ, সাইফুল ইসলাম,আশরাফুল ইসলাম, মনির হোসেন সহ প্রমুখ।

সেই সাথে শহীদ জিয়ার ১৯৭৮ সালে দল গঠন এর প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ কে কিভাবে গণতান্ত্রিক দেশে রুপান্তর করেছিলেন তা আলোচনা করা হয়।বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৭৯,১৯৯১, ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ১৯৯৬ সালে ১৫ অনুষ্ঠিত একতরফা নির্বাচনেও বিজয়ী হয় দলটি। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত সংসদের বাইরে ছিল বিএনপি। এই মুহূর্তে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন মিথ্যা মামলায় জামিনে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন নির্বাসনে।      

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে দোওয়া করা হয় এবং অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া র রোগমুক্তি কামনা করে  করা হয় ।

 7,451 total views,  1 views today