গ্রীসে করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে আজ নতুন করে আক্রান্ত ২৪১ জন

 আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য, গ্রীস এবং পর্তুগাল ভ্রমণে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। বৃটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, গ্রীস ও পর্তুগালে ভ্রমণের ব্যাপারে বিধিনিষধ আরোপ করা হবে কিনা সে বিষয়ে একটি সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করা হবে।                                                                                                                                                           

আজ বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর থেকে স্কটিশ সরকার গ্রীস থেকে ফেরত আসা অবকাশ যাপনকারীদের জন্য নিজ উদ্যোগে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দান করেছেন।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আজ গ্রীসে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০,৯৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৩,৮০৪ জন।

 7,486 total views,  1 views today