অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জমে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচন
অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশদ্ভুধ তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন

মাশুক আহমেদ চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ ইউরোপের প্রানকেন্দ্র ভিয়েনা, বারতে শুরু করেছে করোনাভাইরাস। আর এই প্রতিকূল অবস্থাতেই চলছে ভিয়েনার সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশদ্ভুধ তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন ।
অস্ত্রিয়ায় শুরু হয়েছে ২য় ধাপে করোনাভাইরাস সংক্রমণ। এরই মধ্যে শুরু হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী ১১ অক্টোবর এখানে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ভিয়েনার ২৩নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ভোলা জেলার লালমোহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন মনোনয়ন নিয়ে প্রচারণায় নেমেছেন।

ভিয়েনার গুরুত্বপূর্ণ এলাকায় বিলি করছেন লিফলেট । নির্বাচনকে ঘিরে সব পার্টীর প্ল্যাকার্ড লাগানো হয়েছে রাস্তায় রাস্তায় । জয়ের আশা নিয়ে ভোটার কাছে ভোট চাইছেন প্রার্থীরা, করছেন নিজেদের পক্ষে লিফলেট বিতরণ। প্রতিশ্রুতি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ ভিয়েনার উন্নয়নেরও। ভোটারদের প্রতি ভোট প্রদানের আহবান জানিয়েছেন, অস্ট্রিয়ান পিপলস পার্টির বর্তমান অর্থমন্ত্রী এবং মেয়র প্রার্থী গেয়ারনট ব্লুমেল ।
তবে এ নির্বাচনে প্রবাসী বাংলাদেশী প্রার্থী মাহমুদুর রহমান নয়ন জয়ী হলে প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায়ের পথ সুগম হবে এবং বিভিন্ন পেশা বা প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে ভিয়েনায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতারা মনে করেন। মাহমুদুর রহমান নয়ন শতভাগ আশাবাদী তিনি এ নির্বাচনে জয়ী হবেন । তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন ।
8,320 total views, 1 views today