অস্ট্রিয়ায় আজ করোনায় আক্রান্ত ৬৬৪ জন। সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জের উদ্বেগ প্রকাশ !
অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের এই ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আজ নিউজ পোর্টাল Oe24 এর সাথে এক সাক্ষাৎকারে বলেন তিনি করোনার এই দ্বিতীয়দফার দ্রুত বিস্তারে উদ্বিগ্ন। তিনি করোনা কমিশনকে সারা দেশে বিশেষ করে রাজধানী ভিয়েনার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছেন।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানান, অস্ট্রিয়ার সদ্য গঠিত করোনা কমিশন আজ সন্ধ্যায় ভিয়েনায় করোনার সার্বিক পরিস্থিতির পর্যালোচনা ও করনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, ভিয়েনার প্রশাসনও করোনা কমিশনের নিকট ভিয়েনায় করোনার সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধির ফলে নতুন করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন। সূত্র আরও জানায় ট্রাফিক লাইট কমিশন দ্বিতীয়বারের মতো বৈঠকে সিদ্ধান্ত নেবে যে অস্ট্রিয়াতে কোন শহর ও জেলাতে করোনার ঝুঁকি কতটা বেশী এবং সেই অনুযায়ী বিভিন্ন রঙে চিন্হিত করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে। বিশেষজ্ঞরা বলছেন ভিয়েনায় সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বর্তমানে করোনার উচু ঝুঁকিপূর্ণ অঞ্চল হয়ে পড়েছে এবং করোনার হলুদ লাইট থেকে কমলা লাইটে পরিবর্তিত হওয়ার অপেক্ষায় আছে।
সূত্র আরও জানায়, Tirol প্রদেশের রাজধানী Innsbruck ও NÖ রাজ্যের Wiener Neuenstadt কে নতুন করে সবুজ অঞ্চল থেকে হলুদে স্থানান্তরিত করা প্রায় নিশ্চিত কেননা এই দুই শহরেও করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে ভিয়েনার স্বাস্থ্য বিষয়ক সিটি কাউন্সিলর পিটার হ্যাকার বৃহস্পতিবার এপিএর সাথে এক সাক্ষাত্কারে ঘোষণা করেছিলেন যে তিনি ফেডারেল সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করবেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মিডিয়া সূত্রে জানা গেছে স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার ও করোনা কমিশনের মধ্যে ভিয়েনাকে কমলা ঘোষণার ব্যাপারে মতপার্থক্য দেখা দিয়েছে। সূত্র জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ভিয়েনাকে এখনও কমলা জোনে ফেলতে চাচ্ছেন না। অন্যদিকে কমিশনের অধিকাংশ সদস্য ভিয়েনাকে কমলা জোন ঘোষণার জোর দাবি জানিয়েছেন।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থা করোনা কমিশন সূত্রে জানিয়েছেন Oberösterreich এর রাজধানী Linz এবং Steiermark রাজ্যের রাজধানী Graz এ করোনার সংক্রমণ হ্রাস পাওয়ায় শহর দুইটিকে হলুদ জোন থেকে পুনরায় সবুজ জোনে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ অস্ট্রিয়ার নিম্নোক্ত শহর ও জেলাকে সবুজ থেকে হলুদ জোনে স্থানান্তরিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে – Innsbruck, Reutte,Schwaz Wiener Neustadt Korneuburg, এবং আপার অস্ট্রিয়ার Freistadt। তবে Tirol এর Kufstein জেলা হলুদ জোনে অব্যাহত থাকবে।
অস্ট্রিয়ায় আজ করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১,২৪৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৪৮ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ২৬,০৪৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৪৫৬ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ৩৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৫ জন। বাকী অধিকাংশ মানুষই নিজ বাসায় আইসোলেশনে আছেন।
8,182 total views, 1 views today