আজ সন্ধ্যায় অস্ট্রিয়ায় করোনা কমিশনের জরুরী বৈঠক !

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ভিয়েনায় এক অনির্ধারিত জরুরী বৈঠকে বসছেন নব গঠিত অস্ট্রিয়ান করোনা কমিশন।
করোনা কমিশন গঠিত হওয়ার পর প্রথমবারের মত বৈঠকে বসেছিলেন গত বৃহস্পতিবার সন্ধ্যায়। কথা ছিল সপ্তাহে একবার অর্থাৎ আগামী বৃহস্পতিবার পুনরায় বসবেন। কিন্ত সপ্তাহান্তে অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধির ফলে তারা এই অনির্ধারিত জরুরী বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন। এই কমিশনে রয়েছেন চ্যান্সেলরের কার্যালয়,চ্যান্সেলর, স্বাস্থ্য- মন্ত্রণালয়,স্বাস্থ্যমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রণালয়,স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিগণ।
গত বৈঠকে কমিশন সরকারকে পুনরায় মাস্ক পড়ার নিয়ম বাধ্যতামূলক করার সুপারিশ করেছিলেন। সরকার সে অনুযায়ী আজ থেকে পুনরায় প্রায় সর্বত্র মাস্ক পড়ার নিয়ম জারি করেছেন এবং জনগণকে পুনরায় আরো অধিকতর সচেতন হওয়ার জন্য বিভিন্ন সতর্কতামূলক উপদেশ দিয়ে যাচ্ছেন বিভিন্ন সোস্যাল মিডিয়ায়।
অস্ট্রিয়ার অন লাইন পোর্টাল Oeb24 করোনা কমিশন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় যে,আজ আরও কয়েকটি জেলাকে হলুদ জোন ঘোষণা করা হতে পারে। তার মধ্যে অন্যতম রাজধানী ভিয়েনার পার্শ্ববর্তী NÖ রাজ্যের Mödling ও Baden জেলা। ভিয়েনা থেকে Mödling এর Shopping City Süd( South) এ প্রতিদিন হাজারো মানুষ শপিং করতে যায় এবং অনেক মানুষ ভিয়েনা থেকে Baden যেয়ে কাজ করেন এবং Baden থেকেও অনেকে রাজধানীতে আসেন কাজ সহ বহুবিধ প্রয়োজনে। যার ফলশ্রুতিতে এই দুই জেলায়ও করোনার নতুন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
8,254 total views, 1 views today