ভিয়েনাকে কমলা জোন ঘোষিত করার জন্য করোনা কমিশনের উপর সরকারের প্রচন্ড চাপ !

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলরের দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দফতর থেকে আজ সন্ধ্যায় অনুষ্ঠিতব্য করোনা কমিশনের বিশেষ জরুরী বৈঠকে রাজধানী ভিয়েনাকে কমলা জোন ঘোষণা করতে প্রচন্ড চাপ প্রয়োগ করা হচ্ছে। আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত রেকর্ড করা হয়েছে ৩৮২ জন এবং ১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। তবে সংক্রমণের সংখ্যা কম বলে পরিস্থিতি ভালো ভাবার কোন সুযোগ নেই। কেননা শনিবার ও রবিবার করোনার টেস্ট এমনিতেই কম করা হয়ে থাকে।
অস্ট্রিয়ার সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন আমাদের এখানে বিশেষ করে ফেডারেল রাজধানী ভিয়েনা এবং Tirol এর রাজধানী Innsbruck এর করোনার সংক্রমণ বৃদ্ধি আশঙ্কাজনক। তিনি বলেন,আমি মনে করি এই দুই শহরকে কমলা জোন ঘোষণা করে দ্রুত কিছু বিধিনিষেধ আরোপ করে সংক্রমণ বিস্তার কমিয়ে আনা সম্ভব।
এদিকে আজ সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এক সতর্ক বার্তায় বলেন,তারা ধারণা করছেন আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ইউরোপে করোনা ভাইরাসে পুনরায় মৃত্যুর সংখ্যা বাড়বে। এর কারণ হিসাবে বলা হয়েছে বর্তমানে সমগ্র ইউরোপ জুড়ে করোনার দ্বিতীয় তরঙ্গের ক্রমবর্ধমান সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে।
আজ রাজধানী ভিয়েনাতে সংক্রমিত হয়েছেন ১৬৩ জন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমান এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৩,১০৮ জন। আজ অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যগুলির সংক্রমণ নিম্নরুপ Burgenland: ৩ জন, Kärnten: ৭ জন,NÖ: ৭ জন, Oberösterreich: ৫৮ জন,Salzburg: ২ জন, Steiermark: ৩৪ জন,Tirol: ২১ জন এবং Vorarlberg: ৩৪ জন।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩,৫৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৫৭ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ২৭,০১০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,৭৭৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন। বাকীরা নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন।
7,843 total views, 1 views today