অস্ট্রিয়ান সরকারের করোনার নতুন প্রস্তাবিত আইনের প্রতি প্রধান বিরোধীদল SPÖ এর সমর্থন !

অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য সমূহ Salzburg,Tirol ও Vorarlberg এ আগামী শুক্রবার রাত ১০ টার পর কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে

সমাচার ডেস্কঃ ভিয়েনায় অস্ট্রিয়ার পার্লামেন্টে করোনার আইন সংক্রান্ত জাতীয় কাউন্সিলের স্বাস্থ্য কমিটির কাঠামোর মধ্যে বিশেষজ্ঞের শুনানি শেষ হয়েছে। করোনার নতুন আইনগুলির সংশোধিত খসড়াটি স্বাস্থ্য কমিটিকে কোয়ালিশন সরকার ÖVP ও Greens এবং বিরোধীদল SPÖ এর ভোটে পাস হয়েছে। এই নতুন আইনের অধীনে এখন থেকে হাউজ চিকিৎসকদের করোনা টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের জন্য এই পরীক্ষা ফ্রি। তবে এই পরীক্ষার ব্যয় সরকার স্বাস্থ্য বীমাদাতাদের প্রদান করবেন।

সংসদীয় সূত্র জানিয়েছে, বুধবার জাতীয় পার্লামেন্টে রেজুলেশনের জন্য এই প্রস্তাবটি ওভিপি, গ্রিনস এবং এসপিও-র ভোট নিয়ে কয়েক ঘন্টা বিশেষজ্ঞের  শুনানির পরে গৃহীত হয়েছে। নতুন আইনের দ্বিতীয় খসড়ায় বেশ কয়েকটি সমন্বয় করা হয়েছে। তবে এখানে সংসদের বিরোধী পক্ষ কিছু বিষয় নিয়ে সরকারের সমালোচনা করতে দেখা গেছে। নতুন আইনের জন্য সংবিধানের সংশোধনীতে অন্যান্য বিষয়গুলির সাথে সাথে দায়িত্বগুলির একটি ব্যাখ্যা, কোভিড -১৯ ব্যবস্থা আইনের সাথে সম্মতিযুক্ত যে সমস্ত নথি সম্পর্কিত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণগুলির সীমাবদ্ধতা এবং তাত্ক্ষণিকভাবে ডেটা মুছে ফেলার বিষয়ে বিধান রাখা হয়েছে। তবে যদি এটি আর প্রয়োজন নাও হয় তথাপি বিশেষ প্রয়োজনে পুনরায় তা ফিরিয়ে আনার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অধিকন্তু, কোভিড -১৯ সংক্রান্ত নতুন আইনটি প্রাথমিভাবে ২০২১ সালের শেষ পর্যন্ত করলেও বিরোধীদলের সমালোচনার মুখে এর সময়সীমা ২০২১ সালের ৩০ শে জুন পর্যন্ত করা হয়েছে। করোনার প্রতিরক্ষামূলক সরঞ্জামের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে অস্ট্রিয়ান স্বাস্থ্য বীমা তহবিল স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে নির্দিষ্ট পেশাগত গোষ্ঠীর জন্য সুরক্ষামূলক সরঞ্জাম সংগ্রহ করতে বাধ্য হয়, যদি না এটি একটি আঞ্চলিক কর্তৃপক্ষ না করে থাকে। ÖGK ফেডারেশন এর ব্যয়গুলি পরিশোধ করবে। হাউজ চিকিত্সকদের সাথে সাথে বেসরকারী অনুশীলনের বিশেষজ্ঞরাও কোভিড -১৯ পরীক্ষা চালাতে পারবেন বলে সংসদীয় কমিটির বিবৃতিতে এটি নির্দিষ্ট করা হয়েছে। এক্ষেত্রেও ফেডারেল সরকার এর ব্যয় বহন করবে। এর অর্থ করোনার সঙ্কটকালীন তহবিল থেকে প্রদানের ব্যাপারে ÖVP, Greens ,SPÖ ও Neos এর সর্ব সম্মতিতে সংসদে অনুমোদিত হয়েছে। বিধিবদ্ধ সামাজিক বীমাতে স্ব-কর্মরত শিল্পীদের অবদান প্রচারের তহবিল আরও ৫ মিলিয়ন ইউরো বাড়ানো সুপারিশ করা হয়েছে। শিল্পী সামাজিক বীমা তহবিল আইনে (কে-এসভিএফজি) একটি সম্পর্কিত পরিবর্তন স্বাস্থ্য কমিটি সর্বসম্মতিক্রমে পাস করেছে।

অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল SPÖ যারা দীর্ঘদিন অস্ট্রিয়ায় সরকার পরিচালনা করেছেন, তারা কোয়ালিশন সরকারের নতুন করোনার আইন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। মঙ্গলবার এসপিও’র সাফল্য হিসাবে দেখছেন, জার্গ লেইচফ্রেড বলেন, সর্বশেষ পরিবর্তনগুলি যেমন ২০২১ সালের জুন পর্যন্ত স্বল্প সময়ের সীমা নির্ধারণ করেছেন। 

অন্যদিকে আজ অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য সমূহ Salzburg,Tirol ও Vorarlberg এ আগামী শুক্রবার রাত ১০ টার পর কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে।অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের রাজ্য সমূহের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সহ অন্যান্য অবশিষ্ট রাজ্যকেও রাত ১০ টার পর কারফিউ জারি করারঅনুরোধ জানান।

এই কারফিউ জারির ফলে রাত ১০ টার পর থেকে এখন এই রাজ্যগুলিতে সকল প্রকার খাবারের দোকান সহ হোটেল, রেস্টুরেন্ট,বার,ডিসকো ইত্যাদি সকল প্রকার রাত্রিকালীন কর্মকান্ড স্থগিত করা হয়েছে। শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া কেহ বাহিরে বের হতে পারবে না। পুলিশী টহল জোরদার করার পাশাপাশি জরিমানাও করা হবে বলে কয়েকদিন পূর্বেই স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়েছেন। ভিয়েনায় বর্তমানে রাত ১টা থেকে কারফিউ জারি আছে।

 

 8,445 total views,  1 views today